চলার পথে অনেক হলো দেখা
সব দেখা কি মনে থাকে আর
কিছু দেখা চরম অভিজ্ঞতা
সকল দেখার সেটাই সারাৎসার l

নদী পাহাড় বন পেরিয়ে চলি
শহর নগর সভ্যতারই কোণ
অলি গলি বড়ো কিংবা ছোট
সকলই তো নিজেরই ভাই বোন l

রৌদ্র রাঙা কুয়াশাতে ঘেরা
মেঘগর্জন বৃষ্টি বাদল দিন
জীবন চলে আপন খেয়াল তার
পদে পদে জমতে থাকে ঋণ l

হাসি কান্না রাগ অভিমান জমে
পেরিয়ে সে সব বয়স বেড়ে আশি
অনুষ্ঠানের মাদকতায় নাচি
আজ যা নতুন কালকে সেটা বাসি l

বলুক তারা কোথায় তুমি খারাপ
কিংবা বলুক কেন তুমি ভালো
কাজ কি জেনে কি বলল সবাই
নিজেই তুমি জ্বালো মনের আলো l