ঘুড়ি তু্ই উড়ে গেলি আকাশে !
তাই দেখে কতো মুখ ফ্যাকাশে l
বলে ঘুড়ি - কি যে বলো কত্তা
বোঝোনিকো তুমি ঘুড়ি সত্ত্বা ?

ঘুড়ি সে তো জন্মায় উড়বার জন্য
নীলাকাশ, সুবাতাস - উড়ে তো সে ধন্য l
- চুপ চুপ ঐ শোনে লাটাইয়ের ছেলেটা
সুতো তার ঝুলে পড়ে কেটে গেলে ঘুড়িটা l

সে কি রাগ, গাল দেয়, লাট খেয়ে পড়ে যাই
জানে না তো ঘর ভাবি গোটা সে আকাশটাই l
গিরগিটি বলে রেগে, বলে আরো কতো কিছু
ভোকাট্টা শাপ দেয় - ছিঁড়ে খাক বনপশু l

নর্দমা রেডি রাখে ঘুড়িটার জন্য
জানে না তো, ঘুড়ি - তার জীবন অনন্য l
মেঘের মুলুক জুড়ে কাজ তার ওড়াটাই
যারা শুধু কাদা ঘাঁটে আজে বাজে বকে যায় l

আজে বাজে বকে, আর একে তাকে দেয় গালি
ঘুড়িসব চুপ থাকে, সৃষ্টিতে মাতে খালি l
ঘুড়ি রোগ বড়ো রোগ ঘোড়াদের কামড়ায়
কামড় খেলেই দেখি ৱ্যাশ ওঠে চামড়ায় l
478