গান্ধীজির সার্ধশতবর্ষে :
গান্ধীজির সার্ধশতবর্ষে
ছাত্রেরা বক্তব্য শোনে হর্ষে l
তিনি হলেন সততার প্রতিমূর্তি
বানানের ভুল তবু নেই ঘাড় ঘুরতি l
ফার্ষ্ট ক্লাস শ্রেণী থেকে নীচু ক্লাসে ঠেললো
বর্ণের দোষ দেখে রঙ কথা বললো l
আন্দোলনে দিলেন যোগ
পেলেন সবার হিংসা রোগ l
অহিংসার পথ ধরে
সত্যাগ্রহ আপন করে
লক্ষ কোটি মানুষজন
আন্দোলনে মজলো মন l
খাটো ধুতি লাঠি হাতে
জাতির জনক শিরোপাতে l
মহান আত্মা নেইকো খল
দেশ আগুয়ান চলরে চল l
মেঝেতে তারা পেতে আসন
মনোযোগে শোনে ভাষণ l
বাপু তিনি মহান আত্মা :
কথায় আছে সকাল বলে সারাটা দিন কেমন যাবে
শুধু দিনের বেলায় নয় তা আরো বহু প্রয়োগ পাবে l
মানবজীবন ভাগ করে পাই সকাল দুপুর বিকাল ও রাত
শিশুকাল তার সকাল হলে বার্ধক্যে পাই নিশুতি রাত l
শিশুকালের আচরণে বোঝা যায় সে অনেক কিছু
বড়োবেলায় মিল পেয়ে যাই এই তো সে সেদিনের শিশু l
যে জন সারা জীবন ধরে চলবে জেনো সত্যপথে
এক্সপেরিমেন্ট করে যাবে সারা জীবন সত্যরথে
সেই শিশুটা শ্রেণীকক্ষে অসৎ পথের নিদান পেলে
মানবে না সে তেমন শলা কেবল সত্য পথে চলে l
এই শিশুকে বড়োবেলায় প্রথম শ্রেণীর কামরা থেকে
ঠেলে পাঠায় নিম্ন শ্রেণী বর্ণবাদের ছাঁকনি ছেঁকে l
সেখান থেকে তিনি পেলেন কর্মপথের আসল দিশা
বর্ণবাদের অন্ত পেতে আন্দোলনে দিবা নিশা l
বিদেশভূমে স্বদেশীদের ন্যায্য বিচার এনে দিতে
লড়ে গেলেন আদালতে এবং আন্দোলনের পথে l
দেশে ফিরে আন্দোলনের রাশটা নিলেন নিজের হাতে
সারা দেশে সচেতনা ছুঁড়ে দিলেন স্বাধীন হতে l
জাতির জনক তিনি হলেন হিংসা নীতি বিদায় দিয়ে
বর্ণবাদের সঙ্গে লড়াই অসহযোগ নীতি নিয়ে l
সত্যপথে থেকে তিনি অসত্যকে পিছে ফেলেন
স্বাধীনতার লড়াই জিতে মানবমনে জায়গা পেলেন l
দেশের নেতা দশের নেতা তাঁর পরিচয় বিশ্ব জুড়ে
বাপু তিনি মহান আত্মা অহিংসারই পথটি ধরে l
আজকে আমার স্বাধীন দেশে যখন খানিক ভাবি বসে
কোথায় গান্ধী কোথায় নীতি হিংসা দেখি চতুর্দিকে l
অসততা জয় পেয়ে যায় সত্য ভয়ে আড়ালে যায়
খবর কাগজ পয়সা লুটে খুন আর লুটের খবর ছেপে l
স্মরণ তাঁকে করে সবাই ধূপ আর ধুনোর পুজো দিয়ে
কিন্তু জীবন আচরণে পুরো তাঁকে ভুলে গিয়ে l