যাবার পথে প্রচুর শোরগোল করেছি
পথে যা কিছু পেয়েছি অন্যরকম
নানা অপবাদ অভিযোগে কলঙ্কিত করেছি তাদের
এই পথেই সফলকাম হয়ে যখন ফিরছি
দেখি বন্যরা সব গৃহপালিত
শোরগোল করার প্রয়োজন নেই বুঝে
শান্তির বার্তা দিলাম
আবার একদল দেখি লক্ষ্যপথে হাঁটছে
সেই এক শোরগোল এবং অভিযোগ অপবাদের
খেলা শুরু হলো