ছাদে টানটান শুয়ে আছে রোদ
হাওয়ার দোলায় কাঁপছে শিমুল পাতা,
ঋতু বদলের স্পর্শ লেগেছে দেহে
অসুখ খুলেছে নতুন অনেক খাতা l
কেউবা ভুগেছে সর্দি কিংবা জ্বরে
হাতে পায়ে কারো টনটনে টানা ব্যথা,
তার মাঝে কেউ ছুটেছে কাজের টানে
কেউ বা শুয়েছে মুড়ি দিয়ে ঘরে কাঁথা l
সামনে ঝুলছে একজাম খাঁড়া কারো
অসুখ তবুও পড়া থেকে নেই ত্রাণ,
শুয়ে বসে পড়ে যতটুকু জানে সয়
নিরুপায় তার হাতে নিয়ে কচি প্রাণ l
বয়স্কেরা নোটিশ পেয়েছে যমের
এই সালে যাবে তাঁদের অনেকে সরে,
বদলে ভরেছে তুলতুলে কোলগুলো
নতুন অতিথি এসেছে সকল ঘরে l
প্রকৃতির খেলা রঙ আলো মহামারী
হেতুর লজিকে আনাগোনা চিরকাল,
দাপিয়ে বেড়ায় এককালে যারা সব
তাদের বিদায়ে নতুনেরা ধরে হাল l