সামনে থেকে দেখছি মৃত্যু সবাই
সংখ্যাটা রোজ যাচ্ছে শুধু বেড়ে
মারণরোগে মরছে মানুষসকল
প্রিয়জনরা যাচ্ছে জগৎ ছেড়ে l
নিয়ম মেনে হচ্ছে সকাল দুপুর
কতো যে ফুল ফুটছে গাছে গাছে
রূপালী ঢেউ নাচে নদীর পথে
মানুষজনে বন্দী নিজের কাছে l
ভয় আতঙ্ক বিশ্ব জুড়ে ছড়ায়
দেশে দেশে মৃত্যু মিছিল চলে
চন্দ্র সূর্য আকাশে রোজ ওঠে
মৃত্যু এসে সঙ্গে যেতে বলে l
নাইকো টিকা নাইকো ওষুধ কোনো
শুধু কেবল ঘরে থাকার বিধান
সংক্রমণটা আটকে সবাই রাখো
করোনাকে বিদায় দেবার নিদান l