অন্ধকারের আড়াল হতে
ভাসলো বাড়ি আলোর স্রোতে
দীপাবলীর ভালোবাসায়
আগামী দিন আশায় আশায় l
আপন ঘরের ছোট্ট নীড়ে
পেয়ে গেছি মানুষটিরে
ভালোবাসার বাঁধন ঘিরে
ভিড়বে এ নাও কালের তীরে l
অসুন্দরের আড়াল থেকে
ভালোবাসা বলবে হেঁকে
- এগোও এসে হাতটি ধরো
আঁধার কালো বিদায় করো l
আলোয় আলোয় ভালোবাসায়
আগামী দিন আশায় আশায় l