ধর্মে আছো কর্মে আছো
আছো ভালোবাসায়
দুঃখে আছো সুখে আছো
আছো আলো আশায়

পাশে আছো সাথে আছো
আছো হাসি গল্পে
খুশি আছো নিজের মতো
অধিকে বা অল্পে l

সহকর্মী বন্ধু তুমি
চারটি দশক ধরে
দুঃখ সুখে পথ চলেছো  
বাধা সব পার করে l

সুস্থ থেকো ভালো থেকো
সবার হৃদয় জয় করে
অর্থ থেকে পরমার্থে
চলতে থাকো পথ ধরে l
৫১৭