ছবি শুধু ছবি নয় সাথে কিছু কথা
সেই কথা মেলে ধরে সময়ের চ্ছটা l
করোনার ভাইরাসে আতঙ্ক আজ
মৃত্যুর বিভীষিকা করে যায় রাজ l
ছোঁয়া থেকে ছড়ায় তা দেশ বিদেশ
জানি না কোথায় যে আছে এর শেষ l
নাই টিকা মেডিসিন বলছে সবাই
দূরে থাকা এই রোগে অনলি উপায় l
তাই আজ সব দেশ দূরত্ব মেনে
লকডাউনের নীতি রেখেছে পালনে l
কিন্তু এ পোড়া দেশে কি যে হয় হায়
লকডাউনের নীতি মাঠে মারা যায় l
লকডাউনের তারা মানে না বিধান
করোনার প্রতিরোধে সেটাই নিদান l
সেই নীতি ভেঙে তারা বিপদকে ডাকে
সচেতন শিল্পী সেই ছবি আঁকে l
ছবি দেখে করো লাজ মানো লকডাউন
ঘরে থাকো দূরে থাকো হোক গ্রাম টাউন l