কুয়াশায় ঘেরা মাঠ প্রান্তর বিভ্রমে ভরা মন
যেদিকে তাকাই ধোঁয়া ধোঁয়া সব আবছা মানুষজন l
কত যেন চিনি যুগ যুগ ধরে সব চেনা শেষ হলে
বিপদের দিনে পরম বন্ধু হেসে দেয় দূরে ঠেলে l
ভাবনার রাশি যত কল হাসি অতীতের জমা পুঁজি
একা ঘুরে ফিরি শহর বাজার ঘুরে ফিরি গলি ঘুঁজি l
চেনা পথ যত ঘুরি অবিরত কুয়াশায় ঢেকে যায়
অতি প্রিয়জন কতই আপন ঠাঁই নাই ঠাঁই নাই l
বারো মাস জুড়ে ঘুরে ফিরে আসে উৎসব বাংলায়
আপনাকে ভুলে মেতে উঠে সব উৎসব গান গায় l
কথা সুর ধ্বনি মুগ্ধ জননী আপামর জনগণ
সুরে তালে খেলে কদম কদম হাসিমুখ অনুক্ষণ l
রোদের কিরণ খুশি জনগণ নির্মল আলো জল
উৎসব গেলে খাপ যায় খুলে পুনরায় হলাহল l
কুয়াশায় ঢাকে আলোর চাদর গোমড়া মুখের ভিড়ে
দিন চলে যায় বছর মিলায় আবছা নদীর তীরে l
১২০৭
** রায়গঞ্জ পূর্বাশা সার্বজনীন দুর্গোৎসব স্মরণিকা শারদ সংবাদ ২০২১ এ প্রকাশিত