মৎস্যকন্যা সাথে
ছুঁয়েছি নিজ হাতে
উদয়পুরের বিচে ।
জল রয়েছে নীচে !
ছোঁয়াটি তার পেলে
অসীম মজা মেলে
নিজ কন্যা মৎস্য হয়
গল্পকথায় বলে l
মনে করুন ঘরে
সব রয়েছে ভরে
জলের ছোঁয়া পেলে
কন্যা মৎস্য হলে
তেমন কিছু হলে
মজা যাবে চলে
কোথায় যাবেন দাদা ?
থাকবে শুধু কাঁদা !