দাদার সঙ্গে লড়াই করে জিতে এবং হেরে
ছোট্ট খুকি বাবার কাছে রিপোর্ট সেটা করে l
বললো বাবা - ফলটা বলো কে জেতে কে হারে ?
বললো খুকি গর্ব করে ফলটা বারে বারে l
দাদা জেতে দু - দুটি বার তৃতীয় বারে সে
বাবা শুধোয় - শেষ পর্যন্ত তবে কে জিতেছে ?
দাদা যদি দু বার জেতে তুমি কেবল একবার
শেষ অবধি দাদা জিতলো তুমি হেরে জেরবার l
বলে খুকি - সত্যি বাবা কি যে তুমি বলো
এইটুকু নাই বুদ্ধি ঘটে, হিসাব এলোমেলো l
দাদা জেতে দু - দুটিবার তাই তো দাদা সেকেন্ড
একটিবারে জিতে আমি ফার্ষ্ট হয়েছি লিজেন্ড l