করোনার ভাইরাস দেশজুড়ে সঙ্কট
সশস্ত্র সৈনিক প্রস্তুত চটপট l
বাড়িবাড়ি হ্যান্ডওয়াশ সতর্কবার্তা
সময়ে যোগান দেন পৌর কর্তা l
স্যানিটাইজার দিয়ে হাতগুলো সাফ করে
হ্যান্ডওয়াশ বিতরণ বাড়ি বাড়ি ঘুরে ঘুরে l
সকালে ও বিকালে কালকেও চলবে
করোনার প্রতিরোধ ঠিক কথা বলবে l
করোনারে তুই নাকি চীন থেকে এসেছিস
মানুষ অসাবধান তাই তুই বেঁচেছিস l
কত দেশ ঘুরে ফিরে ভারতেও এলি তুই
আমাদের বাংলায় ছোঁয়ালি বিষের সুঁই l
এইবার এইবার মানুষের জাগরণে
দেশজুড়ে লকআউট হ্যান্ডওয়াস বিতরণে
করোনার অন্তিম ঘন্টা বাজবেই
মানুষের সভ্যতা একতায় সাজবেই l