সবুজ পাতা আকাশ নীলে নীল সাগরের জলে
যায় হারিয়ে মন সকলের নদী পাহাড় তলে l
বাঙলা দেশের প্রতি কণায় সূর্য মামার আদর
রাতের বেলায় চাঁদের কিরণ বুলায় স্নেহের চাদর l
মাঠে মাঠে সবুজ হলুদ ঢেউএর দোলায় ভেসে
যায় হারিয়ে প্রেমিক সকল অজানা কোন দেশে l
ঝিরি ঝিরি বাতাস কাঁপন জলের চক্র ডালা
শীত সকালে শিশির ঘেরা ঘাসের বর্ণমালা l
ভাষায় প্রকাশ করি সকল প্রিয় মায়ের ভাষা
প্রথম হাসি কান্না প্রথম এই ভুবনে আসা l
চেনার জগৎ জানার জগৎ প্রকাশ ভাবের যত
পাই কি কোথাও এত আদর এমন মায়ের মতো ?
বাংলা আমার মায়ের ভাষা লড়াই করে পাই
এপার ওপার দুই পারে তার কোটি কোটি ভাই l
ফেব্রুয়ারি আগুন জ্বালায় শিরায় শিরায় সবার
ফেব্রুয়ারি দেয় চেতনা আবার মানুষ হবার l