ঘাড়ে রেখে হাত
বলে বাবা - ঘুম নেই কি দিন কি রাত l
- ঘুম নেই কেন ?
- বলিস কি, তুই কিছু জানিস না যেন !
- জানি না তা নয়
আমার জন্য নাকি ভারি এ সময় l
শুনেছি সে কথা
রোজ রোজ শুনে শুনে কানে ধরে ব্যথা l
এক কথা শুনে
কি লাভ আমার বলো যাই দিন গুণে l
- শুধু হেসে খেলে
এইভাবে দিনগুলি পার হয়ে গেলে,
কি করবি শেষে ?
এতো বড়ো দুনিয়ায় বেকারের বেশে l
খেটে খুটে বাপ
ভালো করে পড়েশুনে সয়ে রোদ তাপ,
জীবনের পথে
এগিয়ে যা বাবুসোনা সফলতা রথে l
- তাই হবে বাবা
বন্ধ কি করবে না এলোমেলো ভাবা ?
শুধু শুধু চাপ
কেবল তোমার মুখে চিন্তার ছাপ l
যুগের কথাই
ভাববে না এতটুকু, মিছে ভাবনায় l
সব হবে ভালো
আমার জীবনে দেখো আসবেই আলো l
আপাতত শোনো
বেড়েছে কানের ব্যথা ওষুধটা এনো l
৮৪৫