ফুলের গোছা থেকে একটি ফুলের বিদায়
ধার্য ছিলো জানি বটে যাবে এমন সবাই l
তবু বিদায়দিনে কেমন বুকে মোচড় ওঠে
অনেক কথা বুকে জমে মুখেতে খই ফুটে l
খই ফুটেছে বন্ধুজনের অনুজ যাঁরা আছেন
নিত্যদিনই কাজের ফাঁকে মন্দ ভালো বাছেন l
আজ নেইকো বাছাবাছি শুধু ভালোর স্মৃতি
স্মরণ এবং মনন চলে আলাপে সম্প্রীতি l
অনেক অনেক গল্পকথা স্মৃতির পাহাড়গুলো
বিদ্যালয়ে খেলার মাঠে মঞ্চ জুড়ে আলো l

কবিসকল কণ্ঠে খেলেন আবেগ হাজার রকম
কবিতা ছড়া নাটক মিলে কবির বকম বকম l
বিদায়বেলায় স্মৃতির খেলায় আবেগ উথলে আসে
সঙ্গী যারা এতদিনের সবাই ভালোবাসে l
সামনে এসে দাঁড়ায় সবাই চোখ ছলছল মোতি
নিংড়ে হৃদয় উছলে পড়ে ভালোবাসার জ্যোতি l
থাকবে মনে হৃদয়জুড়ে মনের মানুষ তিনি
জীবন জুড়ে উঠবে ভেসে স্মৃতি প্রতিদিনই l
ভালো থেকো ভালো রেখো আশিস হৃদয় মনে
বিদায়বেলায় হাসিকান্নায় বিদায় আপনজনে l
466