১.
ঘড়ঘড় করে বেশ যাচ্ছিল দিন
কাজ খেলা লেখাপড়া তাধিন তাধিন,
হঠাৎ এ মহামারী পথ আটকায়
চলা ফেরা ঘোরা সব বিষম বাধায় l
২.
সকালে উঠেই সে মনে মনে বলে
সারাদিন সব যেন ভালমত চলে,
করোনার মহামারী হুমকি দেখায়
প্রতিরোধ নিজে শেখে এবং শেখায় l
৩.
কাজ করে সারাদিন ছোটাছুটি কতো
সবদিক সামলাতে ছোটে অবিরত,
অবসর পেলে ধরে একটু কলম
লেখার মাঝেই পায় ব্যথার মলম l
৪.
ছেলে তার ডাক্তার মেয়ে বেশ মুডি
এখনি তো হাসিখুশি এখনি সে জেদী,
চিকিৎসা পেশাতেই পতিদেব তার
একা ঘরে সামলায় দুই ডাক্তার l
৮৮১