আজ অভিযোগ কাঁড়ি কাঁড়ি পুলিশকর্মীর বাড়াবাড়ি
যার সঙ্গে হলো আড়ি তার বাড়িতে দাও হানা

বিরোধিতার দরকারে নেতা বলেন সোচ্চারে
বিশ্ববিদ্যালয় স্বাধিকারে তার কথা কেউ শুনছে না

যুগের বদল হলো যেই কথা পেলো পুরনো খেই
একে অন্যকে দোষ দেই কারো কথা মানছি না

মানুষ সকল বেজায় বোকা চিরকালটা দিলাম ধোঁকা
কথার মালা চোখা চোখা নইলে সবুর মিলছে না

কাঁঠাল গাছে আম ফলাবো পরের বিষয় নাক গলাবো
ইচ্ছেমতো দেশ চালাবো রামগরুড়ের সব ছানা

রাস্তা জুড়ে হিংস্রতা কটুকথার তীব্রতা
পথে নারী বিব্রতা মোমবাতি আর নিভছে না !