বৃষ্টি পড়ে টাপুর টুপুর বাইরে পানে
সেই টাপুরে মন ছুটে যায় তোমার টানে l
মেঘের সাথে যাই উড়ে যাই তোমার দেশে
হাওয়ার কাঁধে ভর করে যাই প্রেমীর বেশে l
সাত মহলা প্রাসাদকোণে আটক তুমি
দুই প্রেমীকে পৃথক করে প্রেমের খুনি l
মেঘের ডাকে বজ্র আলোয় জানানটা দেই
বাঁধন ছিঁড়ে বাইরে এলে সেই ডাকেতেই l
শয়নে স্বপনে এক চিন্তা মাথায় ঘোরে
যতই কিছু ঘটুক মাঝে যেওনা সরে
আলোর প্রকাশ খুশির হাওয়া তোমায় ঘিরে
জগত শূন্য তুমি বিনা হাজার মানুষ তারও ভিড়ে
চোখটা এখন পক্ষপাতী অন্য কিছু দেখেই না তো
থাকুক লক্ষ টাকার তোড়া সব লাগে তার মাটির মতো
শুধু যখন তুমি আসো একটুখানি মধুর হাসো
ক্লান্তি ছেড়ে চোখ দুটি পায় নতুন প্রাণের মত্ততা
কথার ঝুরি মুখের পরে অনর্গল যায় যে ঝরে
যখন কেবল গড়ে ওঠে তোমার সাথে সখ্যতা l
প্রকৃতি এবং পুরুষ মেলে চিরকালের নিয়ম মেনে
জগৎ যত বিরূদ্ধে যাক প্রেম কখনো যায় না থেমে l
** হৃদয়ের প্রাঙ্গণে কবিতা সংকলনে ২০১৯ প্রকাশিত, পাতা - ১৭