আলোকে হিংসা করি
কারণ আলো সর্বগামী
একই কারণে বাতাসকেও হিংসা করি
বহু জায়গায়, খাদে
কৌণিক বিন্দুতে পৌঁছুতে চাই
কিন্তু পারি না
আলো বাতাস যা পারে
আমার তা সাধ্যাতীত l
বহু স্থানে যেমন যাই
তেমন অনেকখানে যাই না
বারণ, অথবা নিজেরই ইচ্ছে করে না
পছন্দ অপছন্দ দ্বারা নিয়ন্ত্রিত হই l
কিন্তু আলো বাতাস সর্বগামী
তাদের পছন্দ অপছন্দ নেই l