এমন দিদি কোথাও গেলে পাবে নাকো তুমি,
মায়ের মতো সামলে রাখে বোন দুটিকে তিনি l
ঘরে বাইরে শহর গাঁয়ে ফাংশান অনুষ্ঠানে
বোন দুটিকে সঙ্গে নিয়ে ছোটে প্রাণের টানে,
প্রাণের টানে ভাগ করে নেয় গান কবিতা ছবি
ভাগ করে নেয় নজরুলকে, ভাগ করে নেয় রবি l

ভালোবাসে, শাসন করে, পড়ে এবং পড়ায়
নিজে বাড়ে, চলার পথে ওদের বাধা সরায় l
গল্প করে, নৃত্য করে, খেলে কাজের ফাঁকে
মাঝে মাঝে ঘরের কাজে টুকিটাকি মা-কে l
ট্রেনে করে সফর করে দীঘার সাগর দেখে
ফেরার পথে ঠিক চিনে নেয় এক সে কবি তাকে l
গল্প করে, মত বিনিময়, যাত্রাপথের শেষে
ঠিক চলে যায় রাস্তা চিনে নিজের নিজের দেশে l

এমন দিদি, বোন যারা হয়, ভাগ্য করে পায়
বলতে পারো এমন দিদি কোথায় পাওয়া যায় ?
৯০২