সহজ ভাষা শ্রেষ্ঠ ভাষা এটাই এখন রীতি
তবু কিছু কবির দেখি কঠিন ভাষায় প্রীতি
কঠিন কঠোর শব্দচয়ন
দুর্বোধ্য সব কথাবয়ন
বিসর্জিত যুগান্তরের অনুসৃত নীতি l
পাঠকেরা ভিরমি খেয়ে কেউ বা আবার জ্ঞান হারিয়ে
মূর্ছা গেলেন ভূমির পরে বলছি না তা বাড়িয়ে
কেউ যদি দেন অর্থ করে
পেয়াদারা চেচাঁন জোরে
তামাশাটা দেখেন কবি মুচকি হেসে দাঁড়িয়ে l