দুর্গা মায়ের অনেক ভক্ত বিশ্ব চরাচরে
শরৎকালে দুর্গা মায়ের আহ্বান সব ঘরে l
আয়োজন তার ঘরে বাইরে বিশাল উদ্দীপনায়
খাদ্য পোশাক আলো ঝলমল পূজার প্রযোজনায় l
কতো দেখি ঘরের দুর্গা হেলা অনাদরে
নাইকো খাদ্য নাইকো পোশাক ফিরে চরাচরে l
ফ্যাল ফ্যাল চোখে চেয়ে চেয়ে দেখে মায়ের পূজা
তাদের বেলায় লবডঙ্কা সব পায় দশভুজা l
পূজার ক'দিন মেতে যায় সব কেটে যায় দিনগুলো
অপচয় আর আয়োজনে ঢাকে সব মুখগুলো l
মুখগুলো ঐ মানুষ দুর্গার ঘরে ঘরে ভারি
চারদিন থেকে দুর্গা মায়ের বিদায় মর্ত ছাড়ি l