ভূত ভেবে ভয় পাই শিশুকাল থেকে
ভাবি যদি ভূত যায় ঘাড়ে এসে চেপে l
কি করে যে বাঁচি আমি তাই শুধু ভাবি
মোবাইলে থাকে নাকি ভূত মারা চাবি l

ছবি তুলি গান শুনি সারাদিন ধরে
দিনে দিনে বাড়ে দাবি এক এক করে l
নেট থেকে পেয়ে যাই কতো প্রয়োজন
কতো কতো সাইটের কতো আয়োজন l

ছড়া লিখি পড়ি কতো লাইব্রেরি যেন
পাবো নাকো মোবাইলে নাই কিছু হেন l
যতো কিছু আছে জানি এ বিশ্ব জুড়ে
আঙুলের টোকা দিলে সব পাই ঘুরে l

এত কিছু পাই যদি পাবো নিশ্চিৎ
ভূত তাড়ানোর চাবি ঠিক ঠিক ঠিক l
৮২৪