আঁকবি ছবি তাই তো দেখি রঙতুলি তোর ঐ হাতে
আঁকবি কোথায়, ও বুঝেছি আঁকবি তোর ঐ ক্যানভাসে l
কি আঁকবি ভেবেছিস তা বাঘ ভাল্লুক বনের পশু
নাকি আঁকবি গৃহপালিত অথবা এক মানব শিশু l
আকাশে মেঘ ভেসে বেড়ায় গোধূলি রঙ গায়ে মেখে
ভোরের বেলায় ভিন্ন দৃশ্য ঘুম ভেঙে যায় তা দেখে l
পাহাড় সবুজ ঝর্ণাধারা নামছে নীচে ছলাৎ ছল
সেই পাহাড়ের মাথায় দেখি বরফ চূড়া হিমশীতল l
গাছগাছালি বনের সারি পাথরপথে নদীর স্রোত
দূরদিগন্তে মুক্ত বাতাস পাহাড় পথও আঁকা হোক l
আঁকবি এসব ছবি নাকি আঁকবি তোদের শহর গ্রাম
অথবা তার মানুষ স্বজন আঁকবি রহিম আঁকবি রাম l
ঘুরে ঘুরে দেখেছিস তো শহর গ্রামে নীতির জাল
মানুষের যা দুঃখকষ্ট এই ভালো তো এই বেহাল l
অথবা তুই আঁকবি ছবি সবুজ মাঠের পাশে নদী
নদীর পাশে গাছের সারি ফলের ভারে ন্যস্ত যদি l
আঁক না তোর যা খুশি হয় আঁকবি রঙ ও তুলি দিয়ে
আঁকবি যা তা বেরিয়ে আসে যা আছে তোর নিজ হৃদয়ে l