জলে কুমির ডাঙায় বাঘে
আর লোকালয় করোনাতে,
ঘরে সবাই ঢুকে পড়ো
বাঁচতে যদি চাও গো ভাতে l
গাছ পাতা আর মুক্ত আকাশ
নদীর থেকে শুদ্ধ বাতাস
সবার উপর নির্জনতা
ফেল করোনা অবাঞ্ছিতা l
বনের থেকে শুরু জীবন
অনেক নগর শহর শেষে
এক করোনার আক্রমণে
ফের ফিরে যাও বনের দেশে l
এই পৃথিবীর যতো প্রাণী
মানুষ নাকি সবার সেরা
সেই ক্ষমতায় ধরা দখল
মাটি আকাশ সাগর ডেরা l
দূষণ ছড়ায় মাত্রা ছেড়ে
প্রকৃতি মা নাভিশ্বাসে
তার প্রতিশোধ নেয় প্রকৃতি
করোনা ঐ বিপদ আসে l
আজ সভ্যতা ঘরের ভেতর
দূষণ নামে হু হু ত্বরা
বাড়ছে দেখো দৃশ্য সীমা
সাগরতটে ডলফিনেরা l