কিছু সুবিধা ভোগ করি বলে
অনেক অন্যায় চোখ বুজে মেনে নেই
মুখ বুজে থাকি যখন বুঝি ভুল কিছু বলা হচ্ছে
পাছে সুযোগ হাতছাড়া হয়ে যায় l
প্রতিটি মানুষ সর্বদা এই হিসাব করে চলেন l
যাঁরা এই হিসাবে অভ্যস্ত নন
বা জেনেবুঝে বেহিসেবি আচরণ করেন
তাঁদের জন্যই পৃথিবী এখনও সুন্দর l
বহু উপকারী মানুষ আছেন
যাঁরা তোষামোদ পছন্দ করেন
নিজেরা চাটুকারিতা করেন
অপরের চাটুকারিতা উপভোগ করেন l
যাঁরা চাটুকার নয় তাঁদের এড়িয়ে চলেন l
অনেক বিখ্যাত ব্যক্তিত্ব আছেন
রাজা মহারাজা থেকে শুরু করে সর্বস্তরে
যাঁরা প্রতিভাশালী চাটুকারদের সৃজন
পোষ্য ঐতিহাসিকদের কৃতজ্ঞ উপহার l
স্বরূপে নয়, যেমনটা লেখা হয় তার ঝলকে
যা ঘটে তা নয়, যেমনটা নথিবদ্ধ হয় তাই ইতিহাস
- এই উত্তরাধিকার আমাদের সভ্যতা l