আসরের শ্রদ্ধেয় বিশিষ্ট কবি হেলাল হাফিজ রচিত "অমিমাংসিত সন্ধি" কবিতাটি এক সংকল্পবদ্ধ প্রেমিকের নিজের প্রেমকে অর্জন করার অমীমাংসিত সন্ধি-প্রস্তাব l
প্রেম বৈধতা পায় অনুমোদনে l পূর্ণতা পায় সম্ভোগে l কিন্তু প্রেমের এ যাত্রা দীর্ঘ l এক প্রান্তে যখন প্রেমের অনুভব শুরু, অপর প্রান্তে সেই অনুভব পৌঁছে দেবার বিষয়ে প্রাথমিক সঙ্কোচ, জড়তা থাকে l সেই বাধা পেরিয়ে প্রেমের বার্তা প্রেয়সীর কাছে পৌঁছে দিলে, প্রেম নিবেদন করলে, তার পরও অনুমোদনের নিশ্চয়তা থাকে না l যতক্ষণ না দুপক্ষের হৃদয় সমানভাবে পুড়ছে, প্রেম বিনিময় হয় না l
কিন্তু প্রেম হার মানতেও জানে না l অসীম ধৈর্য্য তার l জীবনভর অপেক্ষা করতে প্রস্তুত l এ জীবনে প্রেম মঞ্জুর না হলে পরের জীবন, পরের অন্য কোনো জীবন, তার প্রাপ্তির আশায় অপেক্ষা করতেও প্রস্তুত l কিন্তু প্রেমের বিকল্প অন্য কিছু নয় l
প্রেমিক কবি সংকল্পবদ্ধ l কোনো না কোনো জীবনে প্রেমকে তিনি জয় করবেনই l অন্য কারোতে, অন্য কিছুতে তিনি তৃপ্ত নন l যাঁকে ভালোবেসেছেন, তাঁকেই চান তিনি l এ জন্মে না হলে, পরের কোনো জন্মে l তিনি অপেক্ষা করতে প্রস্তুত l কিন্তু নিজের প্রেমকে তিনি জয় করবেনই l
তাঁর কাছে প্রেমিকের নিবেদন, তাঁরা যেন পরস্পরের কাছে নিজেদের ধরা দেন l প্রেমের বাড়ানো হাতে যেন নিজের হাত রাখেন এবং তাঁর হাতেও প্রেমিককে হাত রাখতে দিয়ে প্রেম অনুমোদন করেন l
প্রেমের অনুভব আসার পর, সেই প্রেম নিবেদন করতে, অনুমোদন পেতে অনেকটা সময় গেছে l কিন্তু এখন সেই প্রেম গভীর l যেন জোয়ার এসেছে l এই প্রেমের জোয়ারে তাঁর সঙ্গে প্লাবিত হবার জন্য প্রেয়সীর প্রতি আহ্বান থাকে প্রেমিকের l নিরাভরণ হয়ে যুগল স্নানে মেতে উঠে তাদের সখ্যতা বেড়ে উঠুক - এই প্রস্তাব, এই কামনা প্রেমিক কবির l
এই মিলনের কোনো শর্ত নেই l শুধু মুগ্ধতায় অভিভূত হয়ে তাঁরা পরস্পরের সঙ্গে মিশে যাবেন l
প্রেমের পূর্ণতায় তাঁদের যুগ যুগান্তর অপেক্ষা সার্থক হবে l
এ এক বোঝাপড়া l প্রেমিকার সঙ্গে প্রেমিকের l কিন্তু এখনো তা অমীমাংসিত l অর্থাৎ এই বোঝাপড়ায় এখনো প্রেমিকার দিক থেকে সম্মতি মেলে নি l সম্মতি আদায়ের চেষ্টায় আছেন প্রেমিক কবি l অপেক্ষায় আছেন l আশায় আছেন যে এক জীবনে তাঁর প্রেম সার্থক হবেই l
কবির প্রতি রইলো আন্তরিক শ্রদ্ধা l