শুভ জন্মদিন কবি !
ভালবাসা কবিতা রচনার এক সাধারণ বিষয় l প্রায় সকল কবিই বিষয়টি নিয়ে চর্চা করেন এবং নিজ নিজ দর্শন অনুযায়ী আলোকপাত করেন l
আসরের কবি রেজুয়ান চৌধুরী "ভালোবাসা মানে" কবিতাটিতে ভালবাসা সম্পর্কে তাঁর মনোভাব ব্যক্ত করেছেন l কবিতা জুড়ে বেশ কিছু উপমা ব্যবহার করে ভালবাসার স্বরূপ মেলে ধরতে প্রয়াস করেছেন কবি l
ভালবাসা এমন একটি গভীর ভাব যা মানুষকে সর্বদা তার দিকে নিবিষ্ট করে l মানুষ যে পেশায় নিযুক্ত থাকেন, অথবা যা তাঁর নেশা - তার মধ্যে থেকেই ভালবাসার দেশে হারিয়ে যান l কবি কবিতা রচনা করতে বসে আনমনা হয়ে যান l মনটা তাঁর হারিয়ে যায় কোনো কল্পনার রাজ্যে l কোনো সুন্দরী রাজকন্যার প্রসঙ্গ মানসপটে ভেসে ওঠে l অতীতের কোনো ভালবাসার গল্প, কোনো অমর প্রেমকাহিনী কবির সারাটা মনকে আচ্ছন্ন করে রাখে l এই ভালবাসার আকর্ষণ মাঝিকেও টানে l নদীর বুকে পাল তুলে দিয়েছেন l নৌকায় বসে আছেন l হঠাৎ প্রেমিকার কথা মনে পড়ে যায় তাঁর l অথবা হয়তো নিছক প্রকৃতিকেই ভালোবেসে ফেলেন তিনি l ভালোবাসার সেই অমোঘ শক্তি উদাস করে তোলে মাঝিকে l নিমেষের মধ্যে গানের মাঝে হারিয়ে যান তিনি l মাঝির গান নদী উপত্যকায় সুরের ঢেউ তোলে l
ভালোবাসায় সফলতা আছে l ব্যর্থতা আছে l এরকম কোনো ব্যর্থ প্রেমিক তাঁর প্রেয়সীর স্মরণে শূন্য প্রান্তরে কোনো গাছের নীচে বসে বাশিঁর সুরে নিজের ব্যর্থতার যন্ত্রণা লাঘব করেন l প্রিয়তমাকে না পাওয়ার বেদনা সুরের মূর্ছনা তোলে আকাশে বাতাসে l
প্রকৃতিও ভালবাসার এই খেলায় মত্ত l সমুদ্রের সাঁ সাঁ গর্জন ভালবাসার বাণীকেই ঘোষণা করে l নদীর বুকে জলপ্রবাহের কলতান ভালোবাসার সঙ্গীত রচনা করে l
কোথাও খোলা আকাশের নীচে সমুদ্রের চরে বসে প্রেমিক-প্রেমিকা প্রেমালাপ করে চলেন l যেন প্রেমের জগতে হারিয়ে যায় দুটি মন !
ভালোবাসায় যেমন প্রীতি থাকে, তেমনই থাকে মান-অভিমান l থাকে কিছু অভিনয় l পাওয়া না পাওয়ার ভান l যদিও ভালবাসার ক্ষেত্রে পাওয়াটা মুখ্য বিষয় নয়, ভালোবেসে যেতে পারাটাই প্রধান l
ভালবাসার বিস্তার অনেক l শুধু ব্যক্তির প্রতি নয়, সমাজের প্রতিও ভালবাসা থাকা প্রয়োজন l এর জন্য প্রয়োজন সুন্দর একটি মন যা দিয়ে এ সমাজটাকে কলুষমুক্ত রাখা যায় এবং জয় করা যায় গোটা পৃথিবীকে ।
কবিকে জানাই আন্তরিক শুভকামনা !!