শুভ জন্মদিন কবি !
ভালবাসার অর্থ খুঁজে ফিরেছেন যুগে যুগে কতো কবি, সাহিত্যিক, শিল্পীজনেরা l পৃথিবীর সকল মানুষ তার নিজের মতো করে ভালবাসাকে চিনেছেন, অনুভব করেছেন l "ভালবাসার অনুবাদ" রচনায় কবি মোঃ মেহেদী হাসানের কাছে সেই ভালবাসা কি অর্থে ধরা দিয়েছে তা স্পষ্ট করেছেন কবি l ভালবাসা বলতে সত্যিই কি বোঝায় কবি তা জানেন না l জীবনের প্রতিটা মুহূর্তে যে তিনি ভালবাসার অর্থ খুঁজে বেড়ান, এমনও নয় l ভালবাসা বলতে তিনি এইটুকু বোঝেন যে তিনি যাকে ভালবাসেন, সর্বদা তার কথা ভাবতে থাকেন l যদি প্রিয়জন তাঁর সঙ্গে না থাকে, এমনকি ভাবনা থেকেও সরে যায়, তাহলে তাঁর নিজের প্রতি ভালবাসাও হ্রাস পায়, একটা ঘৃণা জন্মায় l তাঁর নিজের অস্তিত্ব যেন দাঁড়িয়ে আছে প্রিয়ার সঙ্গ এবং তাকে ঘিরে ভাবনার অনুবর্তনে l
ভালবাসার আক্ষরিক বা তাত্বিক অর্থ নিয়ে কবি ভাবিত নন l কেবল শেষ বিকেলের গোধূলি আলোয় যখন কবি একলা পথ চলেন, দূর পানে তাকিয়ে প্রিয়তমার বসত-বাড়ি দেখতে পান, তখন প্রিয়তমাকে ঘিরে নানা ভাবনার উদয় হয় তাঁর মনে l তিনি ভাবতে থাকেন হয়তো প্রিয়তমা তখন নীল শাড়ি পড়ে আছেন, যে পোশাকে তাকে অপরূপা লাগে l মানসনেত্রে প্রিয়তমার এই দৃশ্য কবিকে প্রসন্ন করে এবং তাঁর মুখে মৃদু নির্মল হাসি খেলে যায় l
সত্যি বলতে কবি ভালবাসার অর্থ বোঝেন না l কিন্তু তিনি ভালবাসার গান শোনেন, এবং সেই গানের সুরের প্রতিটি ভাঁজে প্রিয়তমাকে খুঁজে পান l যেন সুরের ভেলায় প্রিয়তমাকে নিয়ে ভালবাসার জগতে ভেসে যান l হৃদয়ের প্রতিটি পরতে ভালবাসার ঢেউ খেলে যায় l
কবির মনে প্রশ্ন জাগে ভালবাসা কিছু আবেগময় মুহূর্ত, নাকি কিছু সিক্ত অনুভুতি, অথবা অপেক্ষার প্রহরে প্রহরে ফেলে আসা কিছু স্মৃতি ? নাকি ভালবাসা মানে কিছু বেদনা এবং বেদনার অন্তে অনুরাগের রোদ পোহানো ? ভালবাসা মানে কি প্রিয়তমাকে ঘিরে নানান রঙীন স্বপ্ন দেখা ? অথবা চুপিসারে গোলাপ নিয়ে বাড়িয়ে দেয়া হাত ?
এর কোন্-টা যে ভালবাসার সঠিক অর্থ কবি তা বুঝে উঠতে পারেন না l
কবিকে জানাই আন্তরিক শুভকামনা !!