তুমি হীনা" শীর্ষক কবি মোঃ পলাশ হোসাইন প্লাবন এর রচনাটি এক বিরহী প্রেমিকের মনের অবস্থা তুলে ধরেছে কিছু উপমা ও রূপকের সহযোগে l মানুষের জীবনে একজন ভালোবাসার মানুষের যে কি প্রয়োজন, এবং তার বিহনে জীবন জগত যে কতো বিবর্ণ একাকীত্বের শিকার হয় তা তুলে ধরেছে কবিতাটি l প্রথমত, ভালবাসার মানুষটি কাছে না থাকলে মনের ইচ্ছেগুলি যেন মরে যায় l সুখ হাতছাড়া হয় l একাকীত্বের বোধ মনকে আচ্ছন্ন করে রাখে l গভীরভাবে চেনা প্রিয় মুখটি বারবার মনের আয়নায় ভেসে আসে এবং মনকে উতলা করে তোলে l মনের এই বিরহী অবস্থায় পারিপার্শ্বিক সবকিছুর প্রতি দৃষ্টিভঙ্গিও পাল্টে যায় l তথাকথিত সুন্দর জিনিসও অসুন্দর মনে হয় l চিরকালের প্রেরণা চাঁদের রূপ অমাবস্যায় ঢেকে যায় l ঘন কালো মেঘ আকাশের নীল দিগন্তকে আড়াল করে রাখে l চতুর্দিকে যখন পৃথিবীর প্রাণের উৎস সূর্যের কিরণে কাশফুলগুলি জেগে ওঠে, চারিদিকে এক বিশালত্বের আবহ, বিরহী প্রেমিককে একাকীত্বের যন্ত্রণা নিয়ে সময় অতিবাহিত করতে হয় l সূর্যের সাতরঙা কিরণ ছড়িয়ে পড়ে চারিধারে, কিন্তু ভালবাসার মানুষটি সাথে নেই তাই বিরহী প্রেমিকের জীবন থেকে রঙ বর্ণ সব হারিয়ে গেছে বলে মনে হয় l এক সামগ্রিক অপূর্ণতা ঘিরে রাখে জীবনকে l প্রকৃতির যাবতীয় সুন্দর বৈচিত্র্যপূর্ণ জিনিসগুলি যেন ধুলার চাদরে আবৃত হয়ে যায় l এক সর্বব্যাপী নির্জনতা বিরাজ করে চতুর্দিক l রাস্তায় কেউ কোথাও নেই আশেপাশে l বৃষ্টিফোঁটার সঙ্গে আড়ি দিয়ে যেন মেঘেরা সম্পর্ক ত্যাগ করেছে l হৃদয়ের ব্যথায় পথিক যেন পথ ভুলেছে l বাতাস বৈরি হয়ে উঠেছে l নিঝুম দুপুরে পৃথিবী শুনশান হয়ে রয়েছে l ক্লান্ত দাঁড়কাকের দিকে তাকিয়ে বিরহী প্রেমিক নিজের মধ্যেও এক ক্লান্তি ও বিষাদ অনুভব করছেন l
কবিকে জানাই আন্তরিক শুভকামনা !!