একটা বয়সে প্রেম জীবনে এক গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করে l তখন বিশেষ কাউকে এমন ভালো লেগে যায় যে শয়নে স্বপনে জাগরণে শুধু তার কথাই ভেবে যেতে হয় l এই চাওয়ার কাছে অন্য সব চাওয়া ফিকে হয়ে যায় l
যাকে ভালো লাগছে, যার দর্শনের জন্য মন সর্বদা আকুল থাকছে, তাকে হয়তো প্রেম নিবেদন করাও হয়ে ওঠে না l সে সুযোগই হয়তো মেলে না l একেবারে একতরফা প্রেম তবু নিজ মনে জাল বুনতে থাকে l সেই না পাওয়া প্রেম এক মহামূল্যবান বিষয় বলে মনে হয় l
কবি জন রোজারিও অভি "খুবই দামী" শীর্ষক কবিতায় এমনই এক প্রেমিককে উপস্থাপন করেছেন l একটি বিশেষ মেয়েকে তার ভালো লেগেছে l মেয়েটি তা জানে না l জানে শুধু সে নিজে l মেয়েটি কিছু না জেনেই কোনো না কোনো কারণে সেই প্রেমিকের সংস্পর্শে আসছে l কিছুটা বাস্তবে এবং অনেকটাই কল্পনায় সেই প্রেমিক তার চতুর্দিকে সর্বদা সেই মেয়েটিকেই দেখতে পাচ্ছে l যেন নিজের অজান্তে মেয়েটি সবসময় তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে l ছেলেটি মেয়েটির প্রতি এতটাই মোহগ্রস্ত ও আসক্ত হয়ে পড়েছে যে সে যেদিকেই তাকাচ্ছে কেবল মেয়েটিকেই দেখতে পাচ্ছে l তার সমস্ত কল্পনা জুড়ে আছে সেই মেয়েটি l ফলত ঘুমের ঘোরে মনের গহীন কোমল প্রান্তে সেই মেয়েটির দেখা মিলছে l
কিন্তু ঘুম যতো গভীর হোক, দীর্ঘ হোক, মধুর হোক, তার শেষ আছে l ফলে স্বপ্নের ঘোরে মনে মনে সেই মেয়েটির সঙ্গে যতো কথাই হয়ে থাকুক, দাঁড়িয়ে বসে যতো তার সঙ্গে প্রেমালাপ হয়ে থাকুক, একসময় সেই স্বপ্ন ভেঙে যায় l চোখ খুলতেই সে টের পায় ভালোবাসার রঙ ফিকে হয়ে গেছে l পড়ে আছে সে একা l চারিদিক ফাঁকা l
কিন্তু এ প্রেমিক নিরাশ হতে জানে না l প্রেম সহজে মেলে না এ জ্ঞান তার আছে l তার জন্য অপেক্ষা করতে, সাধনা করতে সে প্রস্তুত l নিজের ভাগ্যের ওপরও সে আস্থাশীল l সে বিশ্বাস করে, ভাগ্য চিরকাল তার ওপর বিরূপ থাকবে না l একদিন ভাগ্যের চাকা ঘুরবেই l ভাগ্য একদিন তার অনুকূল হবেই l
ততদিন তাকে আপাতদৃষ্টিতে মেয়েটিকে ভুলে থাকার চেষ্টা করে যেতে হবে l কিন্তু এই প্রয়াসে তার মিশ্র প্রতিক্রিয়া হয় l কখনো তার মনে হয় সে ঠিক কাজ করছে l অন্তর্যামীর মতো তার মনে হয় তার একদিন স্বপ্ন পূরণ হবেই l আবার কখনো তার মনে হয় সে অন্যায় করছে l নিজেকে অপরাধী মনে হয় তার l
কিন্তু সব সংশয় শেষ পর্যন্ত একটি বিবেচনায় সমাপ্ত হয় যে মেয়েটি তার কাছে খুব মূল্যবান l যে কোনো মূল্যে তাকে পেতেই হবে l
সুন্দর প্রেমের কবিতার জন্য কবিকে জানাই আন্তরিক শুভেচ্ছা !!