জীবন অভিজ্ঞতাময়। অনুভবের আকর। জীবনভর কতো বিচিত্র মুহূর্ত কতো বিচিত্র অভিজ্ঞতা ও অনুভবের সম্ভার নিয়ে উপস্থিত হয়। কখনো মরুর শুষ্কতা। কখনো বাদলের আর্দ্রতা। মানবজীবনে ঘটে যাওয়া ঘটনাবলীর সঙ্গে প্রকৃতির বুকে হয়ে চলা পরিবর্তনশীল আবহ, বিচিত্র ভূমিরূপ ও প্রাকৃতিক ঘটনাবলীর সাদৃশ্য স্থাপন করে প্রেমকে এক অনন্য রূপে স্থাপন করেছেন কবি অমিত নস্কর "তোমায় স্বাগত" কবিতায়।
প্রেমহীন জীবন মরুর জীবন l তার পথে চলতে শরীর মন অবশ হয়ে যায়, ঝিম ধরে যায় সারা দেহে l মরুদ্যান এর মতো কিছু ভালবাসার জলছবি ভ্রম উৎপাদন করে l মন সেদিকপানে ছুটে যায় l ভ্রমের নিরসনে হতাশ প্রেমীর শরীর মন জীর্ণ হয়, মেরুদন্ড সোজা থাকে না l মনের জ্বালা যন্ত্রণা বেড়ে যায় l অবসন্ন শরীর ঘুমের কোলে ঢলে পড়ে l প্রেমের আকর্ষণ তীব্রতা হারায়, যেন তার থাবা গুটিয়ে নেয় l স্থিরতা, স্থবিরতা জীবনকে আশ্রয় করে l প্রেমহীন জীবন মরুর বুকে সৃষ্টিসম্ভাবনাহীন এক অর্থহীন অস্তিত্ব হয়ে কালযাপন করে l
কিন্তু জীবন বৈচিত্র্যময় l অবিমিশ্র মরুর জীবন হয় না l প্রেম তার নিজের সময়ে, তার নিজের শর্তে প্রাকৃতিক নানা অনুসঙ্গ নিয়ে আবির্ভূত হয় ধরার বুকে, মানবমনে l নতুন সৃষ্টির সম্ভাবনায় আকাশ বাতাস মরুপ্রান্তর মানবহৃদয় আনন্দে নেচে ওঠে l প্রেমের পরশে জীবন ভিন্ন অর্থ পায় l
আকাশে মেঘ ডাকে, প্রেমরূপ শীতল কোমল জলকণার পরশ পাবার আশা জাগে, সেদিকপানে দৃষ্টি প্রখর হয়, মন উন্মুখ হয়ে থাকে l সৃষ্টি সম্ভাবনার আশায় মন উৎফুল্ল হয়, শাখায় পাতায় রঙ্গীন স্বপ্নের আবেশ আসে l
জীবনের মরুপথে প্রেমের সাড়া মেলে l শরীর মন নতুন শক্তিতে উজ্জীবিত হয়ে ওঠে l মেরুদন্ড সোজা করে প্রেমিক তার প্রেমকে আলিঙ্গন করতে প্রস্তুত হয় l
ঈশান কোণে মেঘ জমেছে l প্রবল বর্ষণের সম্ভাবনা l মরুপ্রান্তর জলের স্পর্শ পাবার আকাঙ্খায়, সৃষ্টির খেলায় মেতে ওঠার আনন্দে উদ্বেল l ডানায় ভর করে বৃষ্টিরূপ প্রেম এর আগমণ আসন্ন l শরীরের ক্লান্তি, জীর্ণতা, অবসন্নতা দূর হয়ে আগত প্রেমকে স্বাগত জানাতে প্রস্তুত প্রেমী l
বৃষ্টি অঝোর ধারায় ঝরতে থাকবে l মনের মধ্যে বিরহ বিচ্ছিন্নতা একাকীত্বের জ্বালা যন্ত্রণার উপশম হবে l সবুজের সমারোহে গাছে গাছে ডালে ডালে পাখিদের কলকাকলি শুরু হবে l বিশ্ব প্রকৃতির সঙ্গে, মানবপ্রেমিকের সঙ্গে তারাও প্রেম ভালোবাসার খেলায় ও সৃষ্টির আনন্দে মেতে উঠবে l
ঘুম ভেঙে যাবে সকলের l মনের মধ্যে ফুলের কলি ফুটে উঠবে l প্রেমের আহ্বানে সকলেই সাড়া দিবে l স্থিরতা. স্থবিরতা বিদায় নিবে জীবন থেকে l কলকল করে জীবনপ্রবাহ বয়ে চলবে l ফুলের গন্ধ ভেসে বেড়াবে বাতাসে l পতঙ্গ আকৃষ্ট হবে l পরাগমিলন হবে l মানব মানবী পরস্পরের সৌন্দর্য স্নিগ্ধতায় প্রেম ভালবাসার সম্পর্কে কাছে আসবে l যুগলের মিলনে পৃথিবী নব নব সৃষ্টির সৌন্দর্যে স্নাত হবে l
মরুপ্রান্তরে অঝোর ধারায় বৃষ্টির আগমনে বাতাসে বসন্তের গন্ধ l বিরহী প্রেমিক তার প্রেমকে জানায় 'স্বাগত' l
প্রকৃতির মেলবন্ধনে বিরহ, মিলন ও সৃষ্টি রচনার অনুপম কাব্য উপহার দেবার জন্য কবিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন !