শুভ জন্মদিন কবি !
তুমি আর আমি - উভয়ের মিলনে প্রেম সার্থকতা পায়, সৃষ্টি আলোর মুখ দেখে l পরস্পর নির্ভরশীল l বৈপরীত্য অনেক উভয়ের মধ্যে l কিন্তু একে ছাড়া ওর চলে না l এই বৈপরীত্যই আকর্ষণ গড়ে দেয় l পরস্পরকে কাছে টানে l পরস্পরের প্রয়োজনে l
"তোমার-আমার" রচনায় কবি BARNALI SEN (RATRI) দুটি ভিন্ন হৃদয়, তুমি ও আমির এই সম্পর্কের রসায়ন সন্ধান করেছেন l
একটি মনে যখন ভাবের আলোড়ন চলে, যেন কালবৈশাখী ঝড়ে জীবন এলোমেলো হয়ে যায়, তখন সেই ঝড়ো আবেগকে সামলে নেয় আরেকটি হৃদয়, তার শরীর মন এগিয়ে এসে সেই ঝড়ো প্রকৃতিকে শান্ত করে l উভয়ের মিলনে জীবন সফলতার পথে এগিয়ে চলে l কখনো একটি মনের রোমান্টিক আবেশের তীব্রতায় প্রেমভাবের বর্ষণ নামে l অপর মনটি তখন জীবনযন্ত্রণায় দগ্ধ হয়ে প্রেমভাবশূন্য l সেই শুকনো মন তার প্রিয়জনের কাছে এসে তার রোমান্টিক আবেশে সিক্ত হয় l তার সব হারিয়ে যাওয়া কথা পরম আপনজনের সংস্পর্শে এসে নবজন্ম পায় l ফুরিয়ে যাওয়া প্রেমের চিঠি প্রিয়র বুকের স্পর্শে সজীব হয়ে ওঠে l
পরস্পরের সান্নিধ্যে ক্ষুদ্রতার মধ্যে বিশালতার বোধ জাগে l প্রেমের প্রাপ্তিতে সৃজনশীলতার চর্চায় জীবন দিশা পায় l একে অপরকে নব নব রূপে সৃজন করে তার নিজস্ব কল্পনা ও সৃজনীশক্তি দিয়ে l সৃষ্টির আনন্দের মধ্যে ক্লান্তি দূর হয়ে গিয়ে যেন নতুন করে বাঁচতে শেখা হয় l জীবনযুদ্ধে ক্লান্ত মন প্রশান্তি খোঁজে প্রিয়জনের কোমল সান্নিধ্যে l একে অপরকে আশ্রয় দিয়ে দুজনেরই জীবন সম্মুখপানে এগিয়ে যায় l বিপরীতমুখী মন l কেউ বাঁধা পড়তে চায় l কেউ মুক্তি পছন্দ করে l কোথাও রাগের বাহার l কোথাও মন আবেগতাড়িত l প্রিয়র সাথে মিলনে, তার আদরস্পর্শে প্রিয়ার বুকের মধ্যে সঙ্গীতের সুরমূর্ছনা চলে l জীবন আনন্দময়, সঙ্গীতময় হয়ে ওঠে l
কবিকে জানাই শুভকামনা !!