"সত্যের বন্ধু নেই" শিরোনামে অধ্যাপককবি ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী জীবনের কিছু সার সত্যের সন্ধান করেছেন l কবির প্রথম অনুভব সত্যের পথে যাঁরা চলেন তাঁরা বড়ো একা হন l অর্থাৎ অধিকাংশ মানুষই সত্যপথে চলেন না, সত্যের ভয়ে তাঁরা কম্পিত l যে মানুষ সত্যসন্ধানী, তাঁর জীবনবোধ এক ধরনের, তিনি জীবনকে তার ভিত্তিমূল্যে গ্রহণ করেন l এরা নির্বান্ধব এবং সংখ্যালঘু l কিন্তু সত্য যাঁদের কাছে দূরের বিষয়, তাঁরা সংখ্যাগুরু এবং বন্ধুপরিবৃত l
এভাবেই জগত চলছে l সময়ের চাকা চলছে l অসত্যের কাছে ধাক্কা খেয়ে খেয়েও সত্য মরে যায় নি, এই পৃথিবী টিকে আছে l
সত্য নির্বান্ধব হয়েও তার নিজের প্রাণশক্তিতে প্রাণবন্ত হয়ে বেঁচে আছে l কিন্তু যাঁরা অসত্য পথে চলেন, তাঁরা বেঁচে আছেন লোকলজ্জায়, মৃতের মতো প্রাণহীন হয়ে l জড়ের চেয়েও মূল্যহীন তাঁরা l এই মিথ্যার ওপর ভিত্তি করে যে সভ্যতা গড়ে উঠছে, সত্যভিত্তিক আলোকিত ইতিহাসের পাতায় সেই মিথ্যাভিত্তিক সভ্যতা অর্থহীন l
যাঁরা সত্যকে আঁকড়ে থাকেন তাঁদের বন্ধু থাকে না, তেমন তাঁদের নিজেদের স্বার্থও থাকে না l কিন্তু অসৎ লোকেরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তাঁদের পিছনে ছুটে বেড়ান l কিন্তু সত্য অসতের সঙ্গে আপোষ করে না, করতে পারে না l তাই অসত্য ধাক্কা খায় l
সত্য যখন অসত্যের সঙ্গে লড়ে যায় তখন তাকে অনেক বেগ পেতে হয় l অসতেরা সংখ্যায় বেশি l হিংসার পথ নিতেও তারা পিছপা হয় না l ফলে সত্যকে অনেক সংকটের মোকাবিলা করতে হয় l আগুন নিয়ে খেলতে হয় তাদের l জীবন সংকটাপন্ন করে স্বার্থহীন দেশপ্রেমিকের মতো তাঁরা লড়ে যান l সততার প্রতি নিষ্ঠা বরফশীতল দৃঢ়তা দেয় তাঁদের l এই দৃঢ়তা নিয়ে আবেগাপ্লুত হয়ে তাঁরা তাঁদের আদর্শ ছড়িয়ে দেবার প্রয়াস করেন l
এই সৎ মানুষগুলি পরশপাথরের মতো l ইট পাথরের সঙ্গে তুলনীয় অন্য অসৎ মানুষগুলি পরশ পাথরের স্পর্শে, তার অকৃত্রিম ভালোবাসার ছোয়ায় শুদ্ধ হয়ে ওঠে l সততার সফল অভিযানে সব ঘুমন্ত অন্যায় ভেসে যায় l
কবি সেই সকল সৎ মানুষগুলির কথাই বলতে এসেছেন l কবির কণ্ঠে আজ শুধু সৎ মানুষদের কথা l যে সকল মানুষ শুধু সত্যকে ভালোবেসে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, একাকীত্বের জীবন বেছে নিয়েছেন, কোনো মানুষ সঙ্গে না এলেও সাহসিকতার সঙ্গে "একলা চলো রে" নীতিকে অবলম্বন করে কাজে বেরিয়ে পড়েছেন, কবি বিনা আয়োজনেই আজ সেই সকল সৎ ব্যক্তির পাশে দাঁড়াবেন l ভেঙে দুমড়ে মুচড়ে যাওয়া ঘুন ধরা পচা সমাজকে নতুন করে গড়ে তুলতে চাইবেন l কবির এই উদারতা সময়কালে বিশ্বব্যাপী সংক্রামিত হবে l বৃষ্টির ধারার মতো বিশ্বজুড়ে ক্লান্তিহীনভাবে বহু মানুষ সত্যের পক্ষে অবস্থান নিবে l
সুন্দর কবিতার জন্য কবিকে অভিনন্দন জানাই !!