স্বপ্ন দেখা মানুষের ধর্ম l বর্তমানের কঠোর রুক্ষতাকে সে জয় করে মনের মধ্যে ভবিষ্যতের জন্য রঙিন স্বপ্ন বুনে বুনে l সকলের সব স্বপ্ন সফল হয় না l তবু মানুষের স্বপ্ন বুনে চলার কোনো বিরতি নেই l স্বপ্নের বিষয় কখনো অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য, কখনো পরিবার পরিজন বন্ধুবান্ধবদের নিয়ে এক আনন্দময় জীবন l যুবক বয়সের অধিকাংশ স্বপ্ন ঘিরে থাকে মনের মানুষটিকে l স্বপ্ন পূরণ না হলে অনেকে ভেঙে পড়েন l অনেকে সেটা সয়ে নেন l নতুন উদ্যমে আবার চলে স্বপ্নের বুনন l
কবি শাহীন নীল এর পর পর বেশ কয়েকটি কবিতার বিষয় স্বপ্ন l স্বপ্ন বোনা, সেই স্বপ্ন ভেঙে যাওয়া এবং আবার পথ চলা l আলোচ্য রচনা "স্বপ্ন ভাঙা উঠান" এরকমই এক সুন্দর প্রেম-বিরহের কাব্য l
এখানে একজন নয়, দুজন মিলে স্বপ্ন দেখেছে l
স্বপ্নের বিষয় দুজনের এক l স্বপ্নরা জোট বেঁধে দুজনের চোখে ভিড় করেছে l দিনভর, রাত জেগে স্বপ্নের সিঁড়ি বেয়ে মিলনমধুর ভবিষ্যত নির্মাণ করে গেছে দুজনই l রাশি রাশি স্বপ্নের কবিতায় মহাকাব্য নির্মাণ করেছে তারা l মানবমনের যাবতীয় আবেগময় প্রকাশ - হাসি-কান্না, বাদ-বিবাদ, ভালবাসা - সব স্বপ্নের জগতে পাড়ি দিয়েছে l সারি সারি আবেগ স্বপ্নের পথ ধরে উড়ে গেছে l স্বপ্নের বাগানে ফুটেছে সারি সারি ফুল, নদীতে এসেছে জোয়ার ভাটা l দুজনার মনের ভালবাসাকে গভীরতর করে সুন্দর ও কলতানময় স্বপ্নিল জীবন বয়ে চলেছে l কিন্তু শেষ পর্যন্ত সব অনুকূলে থাকে নি l আকস্মিক এক দুর্ঘটনা দমকা হাওয়ার মতো এসে একদিন সব ছিন্নবিছিন্ন করে দেয় l ভেঙে যায় স্বপ্ন l স্বপ্নের সাজানো গাছ-পালা, সব অনুগল্প মুহূর্তে গুঁড়িয়ে যায় l
কিন্তু স্বপ্ন দেখা যার অভ্যাস, স্বপ্নকে নিয়ে যার বেঁচে থাকা এবং অবিরাম পথ চলা, তার স্বপ্ন দেখা থেমে যায় না l সে পুনরায় স্বপ্ন দেখতে শুরু করে l স্বপ্নভঙ্গের ব্যথা বুকে নিয়ে কল্পনায় প্রতি রাতে স্বপ্নের জগতে ভ্রমণ করতে শুরু করে l মনে আশা থাকে আবার কখনো তাদের স্বপ্নে গড়া উঠোন, যা ভেঙে গেছে, তাকে নতুন করে গড়ে তুলতে পারবে তারা l ব্যর্থতাকে দূরে সরিয়ে যা অপূর্ণ থেকে গেছে, তাকে পূর্ণ করার অভিলাশে দুজনকে ঘিরে আবার স্বপ্ন সাজায় প্রেমের মানুষটি l
সুন্দর স্বপ্নকাব্যের জন্য কবিকে জানাই আন্তরিক অভিনন্দন !!