ফুল প্রকৃতির নিয়মে যথারীতি বিকশিত হয় l ফুলের একদিকে থাকে সৌন্দর্য্য, অপরদিকে সৌরভ l তার আকর্ষণে পতঙ্গকুল আকৃষ্ট হয় l ঝাঁকে ঝাঁকে এসে জোটে ফুলের চারপাশে l
একইভাবে মানবজীবনেও যৌবন আসে l যৌবনকালে দেহ বিকশিত হয়ে ওঠে l সৌন্দর্য্য ঠিকরে পড়ে l প্রকৃতির নিয়মেই মানব মানবী পরস্পরের প্রতি আকৃষ্ট হয় l মিলিত হবার জন্য উন্মুখ হয় l
কিন্তু যেমন ফুলের ক্ষেত্রে, তেমনই মানুষের ক্ষেত্রে সবকিছু আশানুরূপ হয় না l প্রকৃতির এই খেলায় আশা, মনোবাঞ্ছা পূরণের যেমন বিষয় আছে, তেমনই আছে অনেক আশাভঙ্গ, বিষাদের কাহিনী l কবি আলমগীর সরকার লিটন "শুধু অঙ্গার" রচনায় এমনই কিছু স্বপ্নপূরণ ও স্বপ্নভঙ্গের বিষয় ছুঁয়ে গেছেন l
রাত্রিকালে যেমন ফুলের সৌরভ বেশি হয়, মানুষের কামনা বাসনাও লাগামছাড়া হয় l যেমন ফুলের গন্ধে আকৃষ্ট হয়ে পতঙ্গকুল ছুটে আসে ফুলের দিকে, তেমনই সুন্দরী, রূপবতী রমণীর আকর্ষণে পুরুষজাতি আকৃষ্ট হয় l সেই নারীকে একেবারে নিজের মতো করে পেতে চায় l
কিন্তু এই চাওয়ার মধ্যে সবক্ষেত্রেই সততা বা প্রকৃত প্রেম, ভালোবাসা থাকে না l কিছু থাকে শুধু সাময়িক লালসা পূরণের অশুভ ইচ্ছা l
যেখানে প্রেম সততার ওপর, পরস্পরের ওপর প্রকৃত ভালোবাসার ওপর প্রতিষ্ঠিত থাকে, সেখানে কোনো সমস্যা হয় না l প্রেম যথার্থ কাম্য পরিণতি পায় l জীবন সুন্দর হয়ে ওঠে l ফুলে ফলে বিকশিত হয়ে ওঠে l
কিন্তু যেখানে থাকে ছলনা, সেখানে সাবধান হওয়ার বিষয় থাকে l কিন্তু রূপের অহংকারে কিছু নারী বা পুরুষের এই বিচারবোধ লোপ পেয়ে যায় l তারা বাস্তব বিবেচনা ছাড়াই শুধু আবেগের বশে হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে l হঠকারী কাজ করে ফেলে l এর ফলে জীবন নরকে পরিণত হয় l যখন ক্ষতি বোঝা যায়, তখন আর কিছু করার থাকে না l জীবন থেকে নতুন করে কিছু পাবার সব রাস্তা বন্ধ হয়ে যায় l জীবন পোড়া কয়লায় রূপান্তরিত হয় l জগত জীবন নিজের মতো চলতে থাকে l শুধু ভুল পদক্ষেপ গ্রহণকারীদের সারাটা জীবন ধরে জীবন্মৃত থেকে ভুলের মাশুল গুনে যেতে হয় l
জীবনমুখী কবিতার জন্য কবিকে জানাই অভিনন্দন !!