প্রকৃতি মায়ের কোলে আমাদের আশ্রয় l জগতের যতো প্রাণী সকলের আশ্রয় এখানে l রূপ, রস, গন্ধে পূর্ণ শস্য শ্যামলা এই ধরণী যেখানে অন্য সকল প্রাণীর সঙ্গে মানুষের সহাবস্থান l কবি মোঃ নওশাদ আলম এর "শস্যের আচঁল" রচনায় ফুটে উঠেছে তারই ঝলক l
যেদিকে তাকাই, চারিদিকে সবুজের বাগান l সেই বাগান জুড়ে ফুটে আছে লাল নীল ফুল l এখানে সেখানে লতানো গাছের আশ্রয়ের জন্য মাচান বেঁধে দেয়া আছে l তার গায়ে গায়ে ঝুলছে কতো ফলমূল। লাজে রাঙা ফুলগুলো গন্ধ বিলায় এবং ফুলের রঙে আকৃষ্ট হয়ে মৌমাছি উড়ে উড়ে মধু চেটে খায় l শীতের ভোরে শিশির ঝরে পড়ে l সেই শিশিরস্নাত প্রকৃতিকে মনে হয় যেন এক অপরূপা নারী, সদ্য স্নান করে উঠেছে, সবুজের বাগিচায় এক অপরূপা আলো অপ্সরী।
মাঠে থরে থরে খোপ কাটা শস্য পড়ে রয়েছে l এই শস্য জগতের সকল মানুষের জীবনরক্ষার রসদ l প্রকৃতিমায়ের এই উপহারকে কৃতজ্ঞতায় মনপ্রাণ দিয়ে চুম্বন করে মানবজাতি l সবুজের মাঠে যেন অপরূপ নীলাভুমি রচিত হয়ে আছে l ঘরের কোণ থেকে মন উড়ে যায় শস্যের মাঠে। সেখানে শস্যের ছায়াতলে খরগোশ ছানা খেলে বেড়ায়, গর্তের পাশে বসে চিকে দানা খায় l তার মাতা পাশেই থাকে l তার চোখে মুখে অপরূপ মুগ্ধতা l স্রষ্টা খোদা ভগবান যেন অপূর্ব রূপের ডালি ঢেলে দিয়েছেন l গোধূলির সোনালী আবরণে পৃথিবী ঝিকিমিকি করে, তটিনীর জলস্রোত ঢেউ নুয়ে পড়ে। যেন সঙ্গীতের সুর বেজে ওঠে l সেই সুর শস্যের ঝাঁকে, সবুজের বাঁকে খেলে যায় l মন ভরে সেই রূপ দেখে জগতের সকল অস্তিত্ব l ফসলের মুখে যেন পুষ্পের হাসি ঝরে পড়ে l ফুলে ফুলে ফুটে ওঠে জগতের রূপরস l
দিগন্ত বিস্তৃত সবুজের মাঠ দেখে মনে হয় যেন কোনো শিল্পীর রংতুলিতে আঁকা চিত্রপট । নির্মল হাতে আঁকা এক অপরূপ ছবি l স্রষ্টার আশীর্বাদ ও ভালোবাসা পেলে এরকম একটি দৃশ্য কবির পক্ষে কবিতাতেও ফুটিয়ে তোলা সম্ভব l
কবিকে জানাই আন্তরিক শুভকামনা !!