শব্দ নিয়ে যারা চর্চা করেন, যারা লেখালেখি নিয়ে ব্যস্ত থাকেন, তাঁরাও শব্দ নিয়ে সময়ে সময়ে সমস্যায় পড়েন l ঠিক যে ভাবটি তিনি ফুটিয়ে তুলতে চান, ঠিক যে শব্দটি ব্যবহার করতে চান, অনেক সময় তা ধরা দেয় না l হাতে থাকে ট্যাব, পাশে থাকে অভিধান এবং মগজে থাকে অনেক অনেক ভাবনা যা লেখার উপাদান l কিন্তু মনের সেই ভাবনাকে লেখায় রূপান্তরিত করতে হলে বহু শব্দ, বাক্যের সহায়তা লাগে যা অনেক সময় স্বতঃস্ফূর্তভাবেই চলে আসে, আবার অনেক সময় সহজে আসতে চায় না l এই প্রয়াস এর মধ্যেই কখন ঘুম এসে গ্রাস করে লেখককে l
ঘুমের ঘোরেই তিনি আবার স্বপ্ন দেখতে শুরু করেন l আমরা যা ভাবি, চিন্তা করি, সেটাই যেহেতু স্বপ্নের বিষয় হয়, তাই স্বপ্নের মধ্যেই সেই কবি/লেখক শব্দ সন্ধান করতে থাকেন l স্বপ্নের অনুভবে তিনি জাগ্রত আছেন এবং যেহেতু তাঁর চাহিদামতো শব্দ ভাবনার মধ্যে ধরা দিচ্ছে না তাই তিনি অভিযোগ করেন শব্দরা সব ঘুমিয়ে আছে l তিনি স্বপ্ন দেখছেন ট্যাব নিয়ে, অভিধান নিয়ে তিনি বসে আছেন, অথচ লেখার উপযোগী শব্দ তাঁকে ধরা দিচ্ছে না l অভিধানে এত লক্ষ লক্ষ শব্দ থাকে, অথচ সে সাগরসমান শব্দরাশি থেকে প্রয়োজনীয় শব্দ তিনি ভেবে পাচ্ছেন না l যেন শব্দরা সব অভিমান করে বসে আছে l স্বপ্নে কবি ভাবছেন সারা পৃথিবী চলমান অথচ শব্দরা সব শুয়ে আছে l
খানিক বাদে বাড়ির লোকের ডাকাডাকিতে কবির যখন ঘুম ভাঙ্গে তখন তিনি পুরো বিষয়টা বোঝেন l বোঝেন, তিনি নিজেই শুয়েছিলেন এবং স্বপ্নে যে ট্যাব, অভিধান তিনি দেখেছেন সেগুলি তারই পাশে পড়ে আছে l
শব্দ নিয়ে কবিদের এমন মান-অভিমানের খেলা, এমন যত্ন অনাদরের ধারা চলতেই থাকে, এভাবেই কখনো বেগে, কখনো কিছুটা শ্লথ গতিতে সৃষ্টিধারা চলতে থাকে l
শব্দ নিয়ে, লিখন ভাবনা নিয়ে কবিদের নিরন্তর যে প্রয়াস থাকে, জাগরণে, শয়নে, স্বপনে - 'শব্দাভিমান' রচনায় কবি জুনাইরা নুহা সেটাই তুলে ধরবার প্রয়াস করেছেন l
কবিকে জানাই শুভেচ্ছা l