সময় নিত্য বহমান l মানুষ তার চলমান জীবনে সময়ের সাক্ষী l সময়কে তার অনুকূলে বা প্রতিকূলে গড়ে নেয় মানুষ l কিছু মানুষ যাঁরা শক্তিমান, সমাজে, রাষ্ট্রব্যবস্থায় যাঁরা প্রভাবশালী, তাঁরা সময়কে নিজেদের অনুকূলে চালনা করেন l প্রকৃতির সবকিছুকে তাঁরা নিজেদের সুবিধামতো ভোগ করেন l সভ্যতা, সংস্কৃতি, সংস্কার যেন তাঁদের অঙ্গুলিহেলনে চলে l আবার বৃহত্তর মানুষের জন্য সময়টা খারাপ হয়ে যায় l পরিবেশ বসবাসের প্রতিকূল হয় l ভয় সন্ত্রাসের আবহ গড়ে ওঠে l একটি সংস্কার যা একটি যুগে গুরুত্বপূর্ণ ছিলো, সময়ের পরিবর্তনে হয় সেই সংস্কার গুরুত্ব হারায় বা লুপ্ত হয় l
কবি নাসরীন আক্তার খানম "শান্তির পায়রা" শীর্ষক রচনায় এমনই একটি সংস্কার যা দীর্ঘদিন সমাজে, রাষ্ট্রব্যবস্থায় চালু ছিলো, তার গুরুত্ব হ্রাসের সূত্র ধরে বর্তমান সময়টাকে ধরতে চেয়েছেন l
সাদা পায়রা সুখ ও শান্তির প্রতীক l যুগ যুগ ধরে মানুষ এটা মেনে আসছে l সাধারণ অবস্থায়, এমনকি যুদ্ধকালীন অবস্থায় আকাশে সাদা পায়রা উড়িয়ে দেয়াকে শান্তিস্থাপন ও সন্ধির বার্তা বলে মনে করা হয় l
কিন্তু বর্তমানে সময় খুব খারাপ যাচ্ছে l মানুষের মন থেকে চিরাচরিত সংস্কার ও শুভবুদ্ধিগুলো লোপ পেয়ে যাচ্ছে l পরিবেশে শান্তি নেই l শান্তি স্থাপনের প্রয়াসও নেই l এখন আর আকাশে শান্তির পায়রা ওড়ে না, নীল আকাশে তাদেরকে ডানা মেলে উড়তে দেখা যায় না l বিষয়টিকে প্রতীকী হিসেবে ব্যবহার করেছেন কবি l বলবার কথা হলো চারপাশে এখন শান্তির পরিবেশ নেই l হিংসার আবহে মানুষ পরস্পরকে শুধু ভয় দেখায়, সন্ত্রাস সৃষ্টি করে, শুধু চমকে আর ধমকে দিতে চায় l শান্তির ললিতবাণী কবিতায়, ছন্দে, খামবন্দী চিঠিতে এখন দুর্লভ l মানুষ পরস্পর সম্বন্ধে এতটা আতঙ্কিত যে কাছে আসতে পারে না, নিরাপদ দূরত্বে থাকে l মনের সুকুমার প্রবৃত্তিগুলি বিসর্জন দিয়ে মানুষ যেন অন্ধ হয়ে গেছে l মিষ্টি কথা আজ দুর্লভ l সবসময় পরস্পরের উদ্দেশ্যে ক্রোধের প্রকাশ, কথার আগুন ছুটছে l কোমল মনগুলো উপযুক্ত ভালোবাসা না পেয়ে আজ ব্যথিত l নিজের ঘরের কোণে সকলকে লুকিয়ে অশ্রু বিসর্জন করে l এই পরিস্থিতির সঙ্গে লড়াই করার মতো শক্তি মানুষ হারিয়ে ফেলেছে l সময়ের পরিবর্তনের সাথে সাথে আত্মশক্তি হারিয়ে সেও যেন বিনা প্রতিবাদে ক্রমশ আত্ম সমর্পনের পথে চলেছে l ভালো লাগার বোধগুলি নষ্ট হয়ে গেছে l নিজস্বতা হারিয়ে গেছে l সাবধানে নিজেকে গোপন করে কোনোভাবে শুধু টিকে থাকাটাই প্রধান হয়ে উঠেছে l
কবিকে জানাই শুভকামনা !!