কবি এবং তার পরিবেশ - তার সম্মিলনে কবিতার জন্ম l যেমন পরিবেশ, কবির মনে তেমন ভাব, তার অনুসারী কবিতা l
"রাতের রাজপথ" রচনায় কবি Dipankar majumder রাতের নিরালা জগতকে ধরতে চেয়েছেন l অনুভবে, বর্ণনায় রাতের রাজপথ জীবন্ত হয়ে উঠেছে l
দিবালোকে যখন জগত সংসার কর্মচঞ্চল, একভাবে প্রেরণা আসে কবির কাছে l সেই পরিবেশ রাতের বেলা অনেকটাই পাল্টে যায় l গভীর নিঃশব্দ রাত যখন জন্ম নেয়, ক্লান্ত শহরের রাজপথ চুপচাপ হয়ে যায় l ল্যাম্পপোস্টের আলোরা অসঙ্কোচে গাছের পাতাদের সাথে সারা রাত মায়াবী খেলায় মত্ত হয় l পাতাদের ছায়া এসে পড়ে রাজপথে l সাথে সুনিবিড় ভালোবাসা l কবি রাত জেগে এই অনিন্দ্য প্রাকৃতিক রূপ দেখে যান l যুগ যুগ ধরে আকাশ জুড়ে চাঁদ, নক্ষত্র চোখ মেলে চেয়ে থাকে রাতের পৃথিবীর দিকে l একই ইতিহাস রচিত হয় শহরের প্রতি রাতে l প্রকৃতির এই রূপ নিদ্রাহীন কবির মনে চুপি চুপি অনেক অনেক কবিভাবনার জন্ম দেয় l মানুষের যতো কর্ম, তার জীবনসংগ্রাম, আশা নিরাশার দোলা, জীবনের চরম ভোগ অনুভব ধ্বনিত হয় কবির ভাবনায়, তার সৃষ্টিতে l রাতের শহর ক্লান্ত ফুটপাতে শুয়ে থাকে l ক্ষতবিক্ষত বুকে ইচ্ছায়, অনিচ্ছায় মানুষের জৈব চাহিদা পূরণ হয় l দিনভর পরিশ্রমক্লান্ত মানুষ রাতের ফুটপাতে তার প্রাপ্তি বুঝে নেয় l শহরে কোথাও এক কোণে নিপীড়িত এক মূক নিঃশব্দ রাতে নিজের মতন করে বাঁচে l
রাতের গভীরে মানুষের কতো গোপনকথা চলে l হাল্কা বাতাসে কথার ভিড়ে কথা হারিয়ে যায় l কতো অনুতাপ, পরিতাপ পুরনো স্মৃতিকে জাগিয়ে তোলে l কতো কতো বিষয় কথার স্রোতে আসে আর যায় l রাতের নিঃশব্দ শূন্য রাজপথ এই সব কিছুর সাক্ষী হয়ে থাকে l
সুন্দর রচনার জন্য কবিকে জানাই অভিনন্দন !!