কাউকে দেখে বা তার গুণ শুনে তার সঙ্গে মিলিত হবার জন্য হৃদয়ে যে রাগ বা কামনা সঞ্চারিত হয় তাকেই বলে পূর্বরাগ। শ্রীরাধাকৃষ্ণের লীলা বর্ণনায় শ্রীরাধাকে নায়িকা এবং শ্রীকৃষ্ণকে নায়ক সম্বোধন করা হয়। শ্রীকৃষ্ণের নাম শুনে শ্রীরাধার হৃদয়ে এইরূপ রাগ বা কামনা সঞ্চারিত হয়েছিল l চণ্ডীদাসের পদাবলীতে তার অপরূপ বর্ণনা পাই l
"সই কেবা শুনাইল শ্যাম নাম |
কানের ভিতর দিয়া মরমে পশিল গো
আকুল করিল মোর প্রাণ ||
না জানি কতেক মধু শ্যাম-নামে আছে গো
বসন ছাড়িতে নাহি পারে |
জপিতে জপিতে নাম অবশ করিল গো
কেমনে পাইব সই তারে ||"
আবার,
"রাধার কি হৈল অন্তরের ব্যাথা
বসিয়া বিরলে থাকয়ে একলে
না শুনে কাহারো কথা ||
সদাই ধেয়ানে চাহে মেঘ-পানে
না চলে নয়ান-তারা
বিরতি আহারে রাঙাবাস পরে
যেমত যোগিনী-পারা ||"
আসরের জনপ্রিয় কবি সুদীপ্ত বিশ্বাস 'পূর্বরাগ' কবিতায় প্রেমের প্রাথমিক পর্যায়ে প্রেমিকের মনের ভাব ভাবনাগুলি মেলে ধরেছেন l
কাউকে যদি মনে ধরে, তার কাছে যেতে যদি মন চায়, তার স্পর্শ পাবার জন্য মন যদি উতলা হয়, তবে তার দিক থেকে যদি হালকা আপত্তিও আসে, প্রেমিকের মন থেমে যায় না l ভালবাসার প্রথম পর্যায়ে মন ছটপট করে ওঠে l স্বপ্নগুলো সক্রিয় হয়ে ওঠে l ফাল্গুন ঋতুতে প্রকৃতি যখন অপরূপ সাজে সেজে ওঠে, আগুনরঙে রেঙে ওঠে কৃষ্ণচূড়ার বন, প্রেমিকের চোখেও তখন রঙ লেগে যায় l সেই রঙিন আলোয় মনের মধ্যে সুখের অনুভব জাগে l অলস দুপুরে, নিঝুম বিকেলে একক যাপনকালেও প্রিয়ার সঙ্গে সময়যাপনের স্বপ্নগুলো বাধাহীনভাবে মনের মধ্যে নাচতে থাকে l কিন্তু স্বপ্ন বাস্তবায়নের পথে বিশেষ এগোয় না l মাস পেরোয়, বছর গড়ায়, শুধু স্বপ্ন দেখাই চলে l প্রেম পূর্বরাগ পর্যায়েই স্তব্ধ হয়ে থাকে l কিন্তু দিন, দুনিয়া, প্রেম কারো অপেক্ষায় বসে থাকে না l সচল দুনিয়ায় প্রতিটি প্রেম তার লক্ষ্যপথে ছোটে l স্তব্ধতা, গতিহীনতা, নিষ্ক্রিয়তা প্রেমের পথকে সুগম করে না l প্রেমিকের নিষ্ক্রিয়তায় তার প্রেম হাতছাড়া হবার যোগাড় হয় l পায়ের তলায় মাটি সরে গিয়ে সর্বনাশের উপক্রম হয় l প্রেমিক বুঝতে পারেন পূর্বরাগের সুখানুভূতি নিয়ে বসে থাকলে চলে না l ডানায় ডানায় এখনও প্রেমের অনেকটা পথ ওড়া তার বাকি l কিন্তু বোঝাই সার l বুদ্ধিমত্তার সঙ্গে জরুরি পদক্ষেপ নেবার ক্ষেত্রে সক্রিয় হতে পারেন না তিনি l আপনভোলা প্রেমিক তার পূর্বরাগের আমেজেই বিভোর হয়ে থাকেন l চোখের সামনে প্রেম হাতছাড়া হয়ে যেতে থাকে l প্রেমিক কিছু করে উঠতে পারেন না l
সুন্দর প্রেমের কবিতার জন্য কবিকে জানাই আন্তরিক শুভেচ্ছা l