প্রেম যতদিন শুধুই কল্পনা, অধরা, ততদিনই সুন্দর l যখন সেই ভালোবাসার মানুষটি নাগালে, তখন প্রেম উবে গিয়ে জাহান্নাম দর্শন l
"প্রেমের সেকাল-একাল" রচনায় কবি জুনায়েদ বি. রাহমান হয়তো বা এই কথাটিই বলতে চেয়েছেন l
যখন প্রেম কল্পনা আশ্রিত, অধরা, তখন তার অনুসঙ্গ সুন্দরের চির দোসর l তখন প্রিয়ার ঠোঁট উপচে ঝরে পড়ে চাপা খুশির লাবণ্য l প্রেমিকের আঙ্গুলে অলৌকিক স্বপ্ন-তুলি l ড্রিমলাইটের রাত মধুর প্রেমের অনুকূল পরিবেশ রচনা করে দেয় l
উন্মুক্ত রঙ-ক্যানভাসে আলতো আলতো করে প্রেমের পেন্ডুলাম অঙ্কিত হয় l শরীর জুড়ে অনুভূত হয়ে প্রেমবোধের উত্তেজনা l লোমকূপে ফুটে ওঠে তার নিদর্শন লবণাক্ত ঘামের বিন্দু l
এই প্রেমকে কাছে পাবার জন্য হৃদয় মন দেহ ব্যাকুল হয়ে ওঠে l ঘুমপোশাকে পাশবালিশে প্রিয়ার পরশ পাবার ইচ্ছা জাগে l
তারপর একদিন সেই প্রেম ধরা দেয় l রক্তমাংসের অবয়ব নিয়ে l তখন প্রেমের অনুসঙ্গ যায় পাল্টে l যা ছিল শুধুই সুন্দরকেন্দ্রিক, ঠোঁট উপচে ঝরে পড়া চাপা খুশির লাবণ্য, আঙ্গুলে অলৌকিক স্বপ্ন-তুলি, ড্রিমলাইটের রাত, উন্মুক্ত রঙ-ক্যানভাসে আলতো আলতো করে আঁকা প্রেমের পেন্ডুলাম, লোমকূপে লবণিয়া জলের ফুটকি - সব সরে গিয়ে সংসারজীবনের হাজারো প্রয়োজন, যতো খুঁটিনাটি এসে স্থান দখল করে l প্রতিমুহূর্তে শুধু দায় বহন করে চলা আর কর্তব্য করে যাওয়া l রোমান্স কোথায় যেন হারিয়ে যায় l প্রেম যেন জ্বালানি হয়ে সংসার-চাকাকে কোনোরকমে গড়িয়ে নিয়ে চলে l প্রেম অধরা অবস্থায়, শুধু কল্পনায় যতো সুন্দর ছিল, সংসারজীবনে তার ছিটেফোঁটা থাকে না l যেন বেহেস্ত থেকে একেবারে জাহান্নাম দর্শন l
সংসারজীবনে পতিত নর নারীর আত্মিকপ্রেম যেন জাহান্নামের লাকড়িতে রূপান্তরিত হয় l
বিবাহপূর্ব রোমান্টিক প্রেম ও সংসারের যাঁতাকলে সেই প্রেমের অভাববোধ - এই বিষয় নিয়ে রচিত সুন্দর কবিতার রচয়িতা কবিকে জানাই আন্তরিক শুভকামনা !!