গান এবং কবিতা যেন একই অঙ্গের দুটি রূপ l গান কখনো সরাসরি লেখা হয় l কখনো কবিতার মধ্যে গীতধর্মীতার কারণে তা গান হিসাবেও গাওয়া হয় l যখন কবিমনে বিশেষ বিশেষ ভাব জাগে তখন কি কবিতা, কি গান - সেই ভাব প্রকাশ পায় এবং মানুষের মনোরঞ্জন করে l
কবিমনে যতো রকমের ভাব জাগে তার মধ্যে অন্যতম - প্রেমভাব l জীবে প্রেম l মানব মানবী প্রেম l প্রকৃতি প্রেম l দেশপ্রেম l জাতিপ্রেম l ইত্যাদি ইত্যাদি l যতো বিষয় নিয়ে কবিতা গান লেখা হয় তার মধ্যে প্রেম বিষয়ে রচনা বোধ করি সর্বাধিক l দেশে দেশে যুগে যুগে নানা ভাষায় অমর সব প্রেমকাব্য রচিত হয়েছে l প্রেম আছে বলেই জগত এত মধুর l লাইলা মজনু, শিরি ফারহাদ প্রেমের জগতে ইতিহাস হয়ে আছেন l কবি শহিদ খাঁন "প্রেম যমুনার ঢেউ" রচনায় এমন ধারার এক গান কবিতা রচনা করার প্রয়াস করেছেন l
জগত জুড়ে প্রেমের খেলা চলে l প্রেমিকজন সেই প্রেমের খেলায় অংশ নেয় l প্রেম যমুনার ঢেউএ অবগাহন করে l এই প্রেমপ্রাপ্তি ও তার অনুভব কারো কারো জীবনকে ধন্য করে তোলে l কিন্তু যথার্থ প্রেমের আস্বাদন সকলের ক্ষেত্রে আসে না l তার প্রকৃত রসাস্বাদনে অনেকে ব্যর্থ হয় l ভুল দৃষ্টিভঙ্গিতে প্রেমকে গ্রহণ করার ফলে কেউ কেউ নিজের জীবনকে ব্যর্থ বলে মনে করেন l অমূল্য জীবন তাদের কাছে মূল্যহীন হয়ে পড়ে l প্রেমকে জীবনের সঙ্গে সংযুক্ত করে তার থেকে প্রকৃত সুখ ও আনন্দ গ্রহণ করে জীবনকে পূর্ণতার পথে, সার্থকতার পথে চালিত করবার কলাটুকু অনেকের আয়ত্তের বাইরে থেকে যায় l
প্রেমের যে যথার্থ মূল্য সেটা অনেকে উপলব্ধিতে নিতে পারেন না l ফলে প্রেম থেকে স্বর্গীয় সুখ পাবার চাবিকাঠি তাদের হাতে থাকে না l কিন্তু প্রেমের যথার্থ মূল্য যে জানে, যথাস্থানে এই মূল্য যে দিতে পারে, সে প্রেমনদীতে ঝাঁপ দিয়ে স্বর্গীয় প্রেমসুখ পায় l দেহ মনে প্রেমকে সে যথার্থভাবে পায় l
পৃথিবীর সকলেই এই প্রেমের সাধনা করে ফেরেন l মনের মানুষের সন্ধান করে ফেরেন l কিন্তু সকলে সফল হন না l কারো আশা পূরণ হয় l অনেকের আরাধনা বিফলও হয় l লাইলা মজনু, শিরি ফারহাদ নিবেদিতপ্রাণ প্রেমের উজ্জ্বল উদাহরণ l
চণ্ডীদাস ও রজকিনীর প্রেমকাব্য সাহিত্যে অমর হয়ে আছে l জগৎ শুরু থেকেই এমন বহু কাব্য কাহিনী ছড়িয়ে ছিটিয়ে আছে বিশ্ব সাহিত্যে, মানুষের স্মরণে মননে, কাব্যে গানে l প্রেম কাউকে হাতে ধরিয়ে শিখিয়ে দিতে হয় না l সহজাতভাবেই মানুষের জীবনস্রোতে এই অনুভব বর্তমান l তাই জগৎ জুড়ে প্রেমের এত প্রবাহ l
প্রেম আছে বলেই পার্থিব জীবন এত আকর্ষণীয়, এত মূল্যবান l প্রেমের বোধ মানুষকে নিত্য নতুন সৃষ্টিকাজে অনুপ্রাণিত করে l একে অপরের জন্য বাঁচে l প্রেম দেহজ আবার দেহকে ছাড়িয়েও প্রেমের উপলব্ধি জাগ্রত - প্লেটনিক ভালোবাসা l প্রেম ভক্তির আর এক রূপ l এইভাবে নানারূপে প্রেম ভালোবাসা মানুষকে পরস্পরের সঙ্গে বেঁধে রেখেছে l এ এক মায়ার বাঁধন l এই বাঁধনে স্বেচ্ছায় ধরা দেয় মানুষ l বাঁধন ছিঁড়ে যেতে মন চায় না l প্রেম ভালোবাসার এই মায়ার বাঁধনের কারণেই জগৎ এত সুন্দর, এত আকর্ষণীয় বলে মনে হয় l
জীবনমুখী ও মানবতাবাদী প্রেমের কবিতার জন্য কবিকে জনাই আন্তরিক অভিনন্দন !!