প্রেম দেয় না ধরা, থাকে চিরটা কাল অধরা l এই অধরা প্রেমকে পুরোপুরি কাছে পাবার প্রয়াস থেকে যে অভিজ্ঞতা হয়েছে, কবি সাকিব জামাল "প্রেমের সময় এমন করে বদলায়" রচনায় সেই অভিজ্ঞতাকেই ব্যক্ত করেছেন l
সৃষ্টির আদিকাল থেকে কবি শিল্পী যখনই অধরা প্রেমকে ধরার প্রয়াস করেছেন, বিচিত্র অভিজ্ঞতা হয়েছে তাঁদের l
কবিগুরুর বর্ণনায়,
"অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে।
ও যে সুদূর রাতের পাখি
গাহে সুদূর রাতের গান॥"
বর্তমান কবিতায় কবি রূপকের মাধ্যমে বলছেন, দিগন্তের দিকে তাকিয়ে তিনি আকাশ-পাতালের মিলন খেলা দেখলেন l দৃশ্যটি তাঁর মনে আশা সঞ্চার করলো l তিনি মনে করলেন প্রিয়ার সঙ্গে তিনিও এইভাবে মিলিত হতে পারবেন l তাঁদের মধ্যে যে দূরত্ব বর্তমান রয়েছে তা দূর হবে, অধরা প্রেম তিনি নাগালের মধ্যে পাবেন l এই আশায় প্রেমকে কাছে পেতে কবি ধীরপায়ে তাঁর প্রিয়ার দিকে, প্রেমের দিকে অগ্রসর হতে লাগলেন l কিন্তু, কী আশ্চর্য ! কবি যতো এগোন, তাঁর প্রেম ততো দূরে সরে যেতে থাকে ! কবি যতই আগান, দূরত্ব কিছুই কমে না l
কবি নিজের ভাবনার মধ্যে পরিবর্তন আনেন l
উল্টো ঘুরে, তাঁর নিজের মতো করে পিছনদিকে হাঁটতে থাকেন l কী আশ্চর্য ! তাঁর প্রিয়াও পিছে পিছে কাছে আসতে থাকে ! কবি যত দ্রুত উল্টোপথে হাঁটেন, তত দ্রুত তাঁর প্রিয়াও তাঁর পেছনে ছুটতে থাকে l
কবি বুঝতে পারেন, প্রেমের এমনই স্বভাব l পুরোপুরি যেমন ধরা দেয় না, তেমনি দৃষ্টির আড়ালেও যায় না l
প্রেম এমন করেই যুগ যুগ ধরে মানুষকে মাতিয়ে রেখেছে l কখনো কাছে, কখনো দূরে, নানা ঐশ্বর্যে মানুষকে আকর্ষিত, অনুপ্রাণিত করে চলেছে l এইভাবে সর্বদা নিজের মধ্যে বৈচিত্র্য এনে, একটা দূরত্ব বজায় রেখে প্রেমভাব মানুষকে তার পেছনে ধাবমান রেখে সৃজনশীল করে রেখেছে l পুরোপুরি ধরা দিলে প্রেমের আকর্ষণ আর কিছু বাঁচে না l অধরা বলেই প্রেম মানুষের আকাঙ্খিত এবং সেই কারণেই সৃজনশীলতা বেঁচে থাকে l
সুন্দর রচনার জন্য কবিকে জানাই অভিনন্দন !!