প্রকৃতি ও মানুষ l সহাবস্থান l নির্ভরশীলতা l আবার লড়াই সংগ্রাম l প্রকৃতি মায়ের মতো ধারণ করে রেখেছে সকল কিছুকে l মানুষ তারই অংশ, তারই সন্তান l পরম মমতায় মানুষকে লালন পালন করে চলেছে প্রকৃতি l মিটিয়েছে তার সকল প্রয়োজন l নিত্যদিনের প্রয়োজন ছাড়িয়ে মানুষের সূক্ষ প্রয়োজন পূরণের জন্য প্রকৃতি নিজেকে সাজিয়ে রেখেছে অপরূপ রঙ ও সৌন্দর্যে l বৈচিত্রে ভরা এই প্রকৃতি l রূপ রঙ রস ও শব্দে পূর্ণ l মানুষ এই প্রকৃতির কোলে শুধু বেঁচে থাকে না l প্রকৃতির রকমারি উপাদান সহযোগে নিজেও মেতে ওঠে সৃষ্টির নব নব উদ্যোগে l
কিন্তু প্রকৃতি রহস্যময়ী l সৃষ্টি রক্ষণ ও ধ্বংস - তিন কাজেই রত l প্রকৃতির এই খেলা চির সত্যের মতো জড়িয়ে রেখেছে সমস্ত সৃষ্টিকে l নিজের করা এই বিপুল সৃষ্টির জগতে প্রকৃতি হঠাৎই যেন ধ্বংসের খেলায় মেতে ওঠে l তার জন্য নানা বেশ নেয় সে l কালবৈশাখী ঝড় রূপে প্রকৃতি যে খেলায় মেতে ওঠে, "প্রকৃতির খেলা" শীর্ষক রচনায় কবি স্বপন গায়েন (উদয়ন কবি) সেটিই মেলে ধরেছেন l
মানুষের জীবন হাসি, গান, স্বপ্ন, সুখে পূর্ণ l প্রকৃতির কোলে তার আনন্দযাপন l কিন্তু হঠাৎ প্রকৃতি রুদ্ররূপ ধারণ করে l কালবৈশাখী ঝড় যেন পাগলের বেশ ধরে তার সুখের জীবনে আঘাত হানে l জীবনের সুর তাল ছিঁড়ে দেয় l
বৈশাখের তপ্ত বিকাল l নীল আকাশ হঠাৎ কালো মেঘে ছেয়ে যায় l বিকেলের রোদ যেন নতজানু হয় কালো মেঘরাশির কাছে l যে যেখানে ছিল, কাজ বন্ধ করে, খেলা বন্ধ করে বাড়ির দিকে ছুটতে শুরু করে l শুরু হয় প্রকৃতির ধ্বংসলীলা l
ঈশান কোণে বজ্রবিদ্যুৎ খেলে যায় l যেন এক বিশাল যুদ্ধের প্রস্তুতি চলছে l তার আয়োজনে ব্যস্ত প্রকৃতি l যেন এই ধ্বংসলীলার সত্যি প্রয়োজন হয়ে পড়েছে l মহাধূমধামে তার আয়োজন করছে প্রকৃতি l নিমেষের মধ্যে ঝড়ের তোড়ে ঘরবাড়ি ভেঙে যায়, উড়ে যায় বাড়ির চাল l আরো কতো কতো ক্ষতি হয় l সাদা ক্যানভাসের বুকে পৃথিবীর মানচিত্র পাল্টে গিয়ে যেন ইতিহাস পরিবর্তিত হয় l
প্রকৃতির রোষে দিনের আলো হারিয়ে গিয়ে চারদিক আঁধারে ঢেকে যায় l বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে সেই আঁধার আরো ঘন হয় l অন্ধকারে প্রয়োজনীয় জিনিস খুঁজে পায় না মানুষ l আঁধার হাতড়ে তার খোঁজ চলে l
কালবৈশাখীর রুদ্র আঘাতে অনেক ক্ষয়ক্ষতি স্বীকার করতে হয় মানুষকে l তার সুস্থ বেঁচে থাকার জীবনে অনেক বেদনা, অসুবিধা এসে ভিড় করে l চোখের সামনে নিজেদের মূল্যবান অনেক সৃষ্টিকে ধ্বংস হতে দেখে মানুষ l কিন্তু মহান স্রষ্টা প্রকৃতির এই খেলাকে তাকে মেনে নিতে হয় l বেদনার কথা ভুলে, ক্ষয়ক্ষতি ভুলে আবার তাকে বেঁচে থাকার জন্য নতুন উদ্যমে নেমে পড়তে হয় l বেঁচে থাকাটা গুরুত্বপূর্ণ l প্রকৃতিকে সহায় করেই মানুষ আবার বাঁচার আনন্দে সৃষ্টিখেলায় মেতে ওঠে l
সুন্দর রচনার জন্য কবিকে জানাই আন্তরিক অভিনন্দন !!!