প্রেম এক অভিনব সম্পর্ক l মনের মধ্যে জন্ম নেয় l মেলায় l আনন্দদান করে l কষ্ট দেয় l আবার বিচ্ছেদও হয়ে যায় l তখন শুধুই কষ্ট ও মনোবেদনা l কিন্তু প্রকৃত প্রেমের সম্পর্কে রাগের কোনো স্থান নেই l অভিমানও হয় না l যেখানে শুধুই আনন্দ প্রার্থিত ছিলো, সেখানে প্রিয়তমার কাছ থেকে কেন মেলে এতো কষ্ট, তার জন্য প্রশ্ন থাকে l যেখানে সারাটা জীবন একসঙ্গে থাকার কথা ছিলো সেখানে তাকে ছেড়ে প্রিয়তমা আর একজনের হাত ধরে, তার সঙ্গে নতুন জীবন শুরু করে, প্রেমিক সেটা মেনে নিতে পারে না, দুঃখ হয়, কষ্ট হয়, তবু রাগ বা অভিমানকে আশ্রয় করেন না প্রেমিক l

কবি সজিব হাসান 'অভিমান' রচনায় এমনই এক প্রেমিককে তুলে ধরেছেন l প্রিয়তমার সঙ্গে তাঁর সম্পর্ক ভালোবাসা সফলতা পেয়েছিল l তার সান্নিধ্যে তিনি বড়ো হয়ে উঠছিলেন l অনেক আনন্দ ছিলো তার l কিন্তু সেই আনন্দ স্থায়ী হয় নি l প্রিয়তমা তাঁকে ছেড়ে অন্যের হাত ধরেছে l অন্যের সঙ্গে নতুন জীবন শুরু করেছেl এই ঘটনায় প্রেমিক মানুষটি অনেক কষ্ট, যন্ত্রণা পেয়েছেন l কতো কতো রাত কষ্টে কেটেছে তাঁর l রাতের পর রাত ঘুমাতে পারেন নি l দেহে কষ্ট পেয়েছেন l মানসিক কষ্ট পেয়েছেন l কষ্টরা সারারাত তাঁকে নিয়ে খেলেছে যেন l তবু তিনি তার ওপর রাগ,  অভিমান করেন নি l

আকাশের মেঘেরা প্রেমিকের ব্যথায় সমব্যথী হয়েছে l তাঁকে আহবান করেছে তাদের সঙ্গে মিশে গিয়ে ব্যথার অশ্রু বৃষ্টিরূপে ঝরিয়ে দিবে বলে l অনেক অনেক বৃষ্টিপাতে ঝরে গিয়ে প্রেমিকের ব্যথা কমে আসবে l ছলছল চোখে প্রেমিক সেই আহবান শুনেছেন l পরিস্থিতির চাপে প্রেমিকের মুখের কথা হারিয়ে গেছে l তাঁর সব সুখ কেড়ে নিয়ে তাঁর প্রেমিকা অপরের ঘর আলোকিত করেছে l সেখানে কোকিলকণ্ঠে সে গান গাইছে l তবু প্রেমিক কোনো রাগ অভিমান করেন নি l নিজের অদৃষ্টকে মেনে নিয়েছেন l

কবিকে জানাই আন্তরিক শুভকামনা  !!