রাজনীতি এক জটিল আবর্তের খেলা l সাম্প্রতিক সময়ে বাংলা তথা ভারতের বুকে রাজনীতির আঙিনায় যে নাটক চলছে আলোচ্য কবিতায় তার আভাস পাওয়া যায় l
বর্তমান দিনে অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে যে বিষয়গুলি লক্ষ্যনীয় তার মধ্যে একটি হলো নেতা নেত্রীদের শিবির পরিবর্তন l ক্ষমতার পালা বদলের সঙ্গে সঙ্গে চলে শিবির বদলের হিড়িক l শিবির বদলের অনেক কারণ থাকে l মুখ্য কারণ থাকে শাসক দলের প্রতি আনুগত্য প্রদর্শন l শাসক দলের সঙ্গে থাকলে নানা সুযোগ সুবিধা পাওয়া যায় l নির্বাচনের টিকিট পাওয়া যায় l এম এল এ, মন্ত্রী হবার সুযোগ থাকে l অন্য বিভিন্ন স্তরেও পদ পাওয়া যায় l তাই শাসক দলে যাবার জন্য অন্য বিভিন্ন দলের নেতা কর্মীদের মধ্যে হিড়িক পড়ে যায় l যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কারণে ভারতে কেন্দ্র ও রাজ্যে ভিন্ন দল ক্ষমতায় থাকতে পারে l সেক্ষেত্রে এই উভয় শাসক দলের প্রতিই অন্য বিভিন্ন দলের নেতা কর্মীদের মনে দুর্বলতা জন্ম নেয় l
আর একটি বিষয় যা সম্প্রতি রাজনীতির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে তা হলো, নেতা মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির একরাশ অভিযোগ এবং তার বিরুদ্ধে তদন্ত l তদন্তের জন্য রয়েছে দুটি সংস্থা - একটি রাজ্য সংস্থা, অন্যটি কেন্দ্রীয় সংস্থা l যথারীতি রাজ্যে শাসকদল অভিযোগ তোলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটির নিরপেক্ষতা নিয়ে l একই অভিযোগ করে কেন্দ্রীয় শাসকদল রাজ্য গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে l
দল বদলের যে বিষয়টি ঘটে, তার নানা দৃশ্যপট থাকে l এমনিতে সাধারণ কর্মী ও বহু বহু নেতা হঠাৎ হঠাৎই দল বদল করেন l কিন্তু যাঁরা থাকেন হাই প্রোফাইল নেতা, তাঁরা দুম করে দল বদল করেন না l নানা ঘটনার সাপেক্ষে তাঁদের নিয়ে দীর্ঘদিন ধরে প্রেস মিডিয়ায়, মানুষের মুখে মুখে তাঁদের শিবির পরিবর্তন বিষয়ে আলোচনা চলে l তার সমর্থন পাওয়া যায় সেই বিশেষ নেতার কিছু আচরণ, কিছু বক্তব্য, কারো সঙ্গে বিশেষ মাখামাখি, কোথাও দূরত্ব তৈরির প্রয়াস - ইত্যাদি লক্ষণে l নেতার দল বদলের আভাসে সেই নেতার তার বর্তমান দলে মর্যাদার, ক্ষমতার হ্রাস হয় l ভিন্ন আভাসে আবার ক্ষমতা বাড়ে, আবার কমে - এরকম চলতে চলতে শেষমেষ বোঁটা শুকিয়ে গিয়ে নেতা মশাই তাঁর দল তাঁকে বিতাড়ন করতে চলেছে এটা বুঝতে পেরে একদিন নিজেই বৃন্তচ্যুত হয়ে ঝরে পড়েন l
যে দল থেকে তিনি বেরুলেন এবং যে দলে তিনি যাবেন বলে এতদিন ধরে গুঞ্জন চলেছে - বাকি কাজটা কিন্তু অত সহজে হয়ে ওঠে না l প্রশ্ন ওঠে ভাবমূর্তির l নেতা মশাই এর বিরুদ্ধে অনেক অনেক অভিযোগ l অভিযোগ দুর্নীতির l অভিযোগ - কেন্দ্রীয় শাসকদলের সঙ্গে সখ্যতার সুবাদে কিভাবে তাঁর বিরুদ্ধে হওয়া তদন্তকে তিনি প্রভাবিত করেছিলেন l রাজসাক্ষী নাকি হতে চেয়েছিলেন l এজন্যই নাকি তাঁর ওপর রাজ্য দলের এত গোঁসা l
তো এরকম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি তাঁর দল তো ছেড়েছেন, কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো এখনো তাঁকে ছেড়ে যায় নি l তাই ভাবমূর্তির কারণেই তাঁকে আপাতত নাকি কেন্দ্রীয় শাসকদলে নেয়া যাচ্ছে না l এটা জল্পনা l তাহলে নেতামশাইএর এখন করণীয় কি ? কি পরিকল্পনা তাঁর ? এই কৌতুহল, এই জল্পনা দিয়েই কবি পিনাকী অধিকারী "নকুল রায়" কবিতাটিকে গড়ে তুলেছেন l
অনেক জল্পনার শেষে নকুল রায় তাঁর দল ত্যাগ করেছেন l কিন্তু তিনি কোন্ দলে যোগ দিলেন তা এখনো স্পষ্ট হয় নি l তিনি কি তাহলে নিজেই দল গড়বেন ? একাই লড়বেন ? হালে পানি পাবেন ? নিজ দলে একসময় তিনি ভালোই প্রভাবশালী ছিলেন l কিন্তু কেন্দ্রীয় দলের সঙ্গে সখ্যতা, তার থেকে সুবিধা নেয়া তাঁর সইলো না l কেন্দ্রীয় দলটি আগে দুর্বল ছিল l এত ক্ষমতাশালী ছিল না l তখন সেই দলে যোগদান সহজ ছিল l নেতামশায় জল মাপছিলেন l কখন জল গভীর হয় l টুপ করে নোঙ্গর ফেলবেন l কিন্তু জল মাপতে নেতামশায় বড্ড দেরি করে ফেলেছেন l এখন কেন্দ্রে এবং বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আসার সুবাদে দলটি নয়ানজুলি থেকে সাগরে পরিণত হয়েছে l এখন কি ঐ সাগরে সহজে নোঙ্গর ফেলা যায় ?
কিন্তু নিজ দলে থাকাও তো তাঁর পক্ষে সম্ভব ছিল না ! যে দলে একসময় তিনি ছিলেন second in command, সেই দলে তাঁর কোনো মর্যাদা ছিল না l তাঁর কাণ্ডকারখানায় মা তাঁর প্রতি বিরূপ হয়েছিলেন l তাঁর পায়ের তলায় মাটি ছিল না l মানুষও তাঁর সঙ্গে নেই l তাহলে দল না ছেড়ে তাঁর কি করণীয় ছিল ?
এখন নকুল রায়ের বিষম সময় l চোখে অন্ধকার দেখছেন l কোলরিজের মেরিনার এর মতো চারিদিকে নোনা জল দেখছেন, পানীয় জল কোথাও নেই l সব ঘাটের জল খেয়ে এখন তেষ্টায় প্রাণ যায় l কোনো দলই তাঁকে স্বাগত করে না l এখন রাজনীতিতে টিকে থাকাটাই কঠিন হয়েছে l
এতদিনের রাজনীতির অভিজ্ঞতা ! সব বেকার যেতে বসেছে l সব খুইয়ে বসেছেন তিনি l দুই নৌকায় পা দিতে গিয়ে, সময় নির্বাচনে ভুল করে, হাই প্রোফাইল এক নেতার রাজনীতি জীবনের অবসান হতে চলেছে l বিষয়টি যেন ভাবাই যায় না l
(রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না l কখন যে কোন্ দিকে বিষয় বাঁক নেয়, কেউ বলতে পারে না l ফলে ভবিষ্যতে কিছু একটা অন্যরকম হতেই পারে l )
রাজনীতি সচেতন স্বচ্ছ চিন্তার কবিতার জন্য কবিকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা l