প্রেম মানব মনের সহজাত প্রবৃত্তি l একটা বয়সে এসে একজনকে ভালো লেগে যায় l তার প্রতি প্রেমভাব জাগে l তাকে সবকিছু নিবেদন করতে মন চায় l কিন্তু প্রেম একতরফা হলে চলে না l তার সফলতার জন্য উভয়পক্ষের অনুমোদন প্রয়োজন l আগুন উভয়পক্ষেই প্রয়োজন l উন্মাদনা উভয়পক্ষেই দরকার l
কিন্তু সবক্ষেত্রে তা হয় না l কিছু ভালোলাগা এক পক্ষ থেকে থাকে l অপরপক্ষ তা অনুমোদন করে না l এরকম প্রেম সফল হতে পারে না l তখন বিরহ অনিবার্য l সেই বিরহ যন্ত্রণা নিয়ে জীবনপাত করতে হয় সেই ব্যর্থ প্রেমিককে l জীবনটা তার কাছে মৃত্যুর সমান বলে মনে হয় l বেঁচে থাকার সকল আনন্দ জীবন থেকে হারিয়ে যায় l এমনই এক হতাশ প্রেমিকের অনুভব যন্ত্রণা "মরণ মরণ লাগে" কবিতায় বেঁধেছেন কবি মুহাম্মদ জে.এইচ (রপ্পি) -উদাসী ও রেঁনেসার (কবি) l
একজন প্রেমিক তার সমস্ত মনপ্রাণ দিয়ে এক নারীকে ভালোবেসেছেন l কিন্তু একটা সময় এসে তিনি দেখলেন সেই নারী তাঁর প্রেম অনুমোদন করলেন না l তাঁকে বাতিল করলেন l এই প্রত্যাখ্যান মৃত্যু যন্ত্রণার মতো আঘাত করে প্রেমিক পুরুষটিকে l অপরপক্ষের অবহেলা যেন তাঁকে মাঝ দরিয়ায় ভাসিয়ে নিয়ে গেল l তাকে ভর করে সুন্দর, রঙিন জীবন গঠনের স্বপ্ন তিনি দেখেছিলেন, তাকে জীবনের সেরা সাথী নির্বাচন করেছিলেন l কিন্তু এই প্রত্যাখ্যান সেই স্বপ্ন ভেঙে দিয়ে গেছে l প্রিয় মানুষটির কাছ থেকে এই অবহেলা, এই প্রত্যাখ্যান যেন একটা ঝড়ের মতো তার জীবনটাকে তছনছ করে দিয়ে গেল l প্রিয়তমা মানুষটির ভালোবাসা তার জন্য নয়, এই ঘোষণা কতো অবলীলায় করা হলো l যে ভালোবাসার প্রবাহে প্রেমিক পুরুষটি ভাসছিলেন, সেই প্রবাহ হঠাৎই থেমে গেল l এ এমন খেলা, যেখানে প্রেমিক পুরুষটি পেলেন শুধুই অবহেলা l এটাই হয়তো তাঁর নিয়তি l তাঁর কপালে, তাঁর ভাগে হয়তো এমনটাই বরাদ্দ ছিল l কিন্তু সেটাকে মেনে নেয়া তাঁর পক্ষে সম্ভব নয় l সেই নারীকে তিনি ভুলে যাবেন এটা তিনি ভাবতেই পারেন না l তাহলেই জীবন তাঁর কাছে অর্থহীন হয়ে যায় l মৃত্যুসম মনে হয় জীবনকে l
যাকে মন দিয়ে ভালোবেসেছিলেন, সেই নারীর হৃদয়ে স্থান না পেয়ে, শুধু অবহেলা আর প্রত্যাখ্যান পেয়ে জীবনের সব আনন্দ তাঁর কাছে মাটি হয়ে যায় l জীবন বিস্বাদ লাগে l বেঁচে থাকার বোধ হারিয়ে যায় l মৃত্যুর সমান মনে হয় l
  
সুন্দর প্রেম ও বিরহের রচনার জন্য কবিকে জানাই অভিনন্দন !!