হ্যাঁ কাপুরুষের মতো মরে মরে বেঁচে থাকার চেয়ে একবার বীরের মতো মরে বেঁচে ওঠাই শ্রেয় l
এই দৃঢ়তা ভালো লাগলো কবি l
পুরুষতান্ত্রিক সমাজে নারীর স্বচ্ছন্দ বেঁচে থাকা প্রতি মুহূর্তে বিড়ম্বনার শিকার l কালের পর কাল ধরে এইভাবে নারীকে শৃঙ্খলিত করে রাখা হয়েছে l কিন্তু এই অজ্ঞাতবাস নারীর কাঙ্খিত নয় l সে এটা ভেদ করে জেগে উঠতে চায় l যখন তার মধ্যে এই চেতনার উন্মেষ হয়, তখন বসন্তের আবহেও পুরুষের মধুমাখা বাণীকে সে অস্বীকার করে l এই প্রেমের মোহেই পুরুষ তাকে যুগ যুগ ধরে বেঁধে রেখেছে এবং নানা ছলে অত্যাচার করে এসেছে l কারাগারবন্দিনী সীতা কেঁদে উঠেছে যুগ যুগ ধরে সকল বন্দী নারীর কান্না l এত কান্না, এত কান্না যেন মহামারীর রূপ নিয়েছে l পৃথিবী নারীর কাছে এক ভয়ের জায়গা হয়ে গেছে l এই মৃত্যুসম জীবন থেকে সে বেরিয়ে আসতে চায় l তার স্বাধীন সত্তা, এই দুর্গম পথের অন্ত দেখতে চায় l জীবনযুদ্ধে হেরে যাওয়ার ক্রন্দন নয়, উন্নততর জীবনের জন্য শক্তিশালী পুরুষজাতির কাছে আবেদন নিবেদন নয়, আপন শক্তিতে লড়াই করে সে নিজের জীবনকে গড়ে তুলতে চায় l তার জন্য মৃত্যুকেও বরণ করে নিতে সে প্রস্তুত l মৃত্যুর ঝুঁকি নিয়েও সে বেঁচে উঠবার জন্য শেষ চেষ্টা করতে প্রস্তুত l
সুন্দর রচনার জন্য "মরে বাঁচা" শীর্ষক রচনার কবি ফারহানা নাসরিনকে অভিনন্দন !!
##
সরষ - সরস
-